গলায় মালা ও সিঁথিতে সিঁদুর পরিয়ে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে মৌনীকে বিয়ে করলেন অঙ্কুশ! ভাইরাল ভিডিও

মঞ্চের মধ্যেই মৌনীকে বিয়ে করলেন অঙ্কুশ! হেসে লুটোপুটি শ্রাবন্তী-শুভশ্রী সহ সকলে। গত ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বর্তমানে তাকে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও মহাগুরু-র আসন অলংকৃত করতে দেখা যাচ্ছে।
মিঠুন ছাড়াও বিচারকের আসনে দেখা যাচ্ছে তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আর অঙ্কুশ মানেই শোতে কমেডির কোনো খামতি থাকে না। প্রতিদিনই নতুন নতুন টপিক নিয়ে হাজির হয়।
আর এবার দোলের রঙে অঙ্কুশ রাঙালো মৌনীকে। তবে, ম্যানিকুইনে। আর সেই কান্ড দেখেই হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে। লাল আবিরে মৌনীকে রাঙিয়ে দেওয়া থেকে শুরু করে সেই আবির দিয়ে মৌনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া কিছুই বাদ রাখেনি অঙ্কুশ। এমনকি সারে মালাবদল। এখানেই শেষ নয়। মৌনীকে নিয়ে নাচতেও থাকে। যদিও অবশেষে এতো হুড়োহুড়িতে ম্যানিকুইন মৌনীর একটি হাত ভেঙে যায়। আর তা নিয়ে আবারও একবার হাসির ফোয়ারা ওঠে মঞ্চে।
শুভশ্রী, শ্রাবন্তী থেকে মঞ্চে উপস্থিত সকলে অঙ্কুশের এই কান্ড দেখে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারেননি। মনুষ্য মৌনীর সামনেই অঙ্কুশের এই ম্যানিকুইন মৌনীকে নিয়ে এই কান্ড দেখে আসল মৌনীতো একেবারে বাক্যহারা। জি বাংলার অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে। ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স।
কেউ লিখেছেন ‛যত্তসব ছ্যাবলামি’। আবার কেউ লিখেছেন ‛পাগল’। কেউ আবার লিখেছেন ‛নিলজ্জ জোকার গিরি’। তবে, আবার কেউ বলেছেন মন ভালো করার জন্য এই ভিডিওটাই যথেষ্ঠ। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।