×
Entertainment

অঙ্কুশের বাবার ‘প্রেমে’ পাগল ঐন্দ্রিলার মা! তবে কি প্রেমিক-প্রেমিকা থেকে এবার ভাই-বোন?

কদিন ধরেই অঙ্কুশের (Ankush Hazra) ফেসবুক পোস্ট নিয়ে বেশ উত্তেজনা চলছিল নেটমাধ্যমে। ঐন্দ্রিলাকে বিয়ে না করা নিয়ে অনেক প্রশ্নেরই সম্মুখেই পড়তে হয়েছে অঙ্কুশকে। এমনকি তাদের বিচ্ছেদের গুঞ্জনেও ভরে গিয়েছে নেটপাড়া। যদিও তারাই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন বিশেষ কোনো কারণে তারা বিয়েটা করতে পারছেন না। তবে, এবার সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে আসল কারণ।

অঙ্কুশের বাবার ‘প্রেমে' পাগল ঐন্দ্রিলার মা! তবে কি প্রেমিক-প্রেমিকা থেকে এবার ভাই-বোন? -

অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush-Oindrila) বিয়ে না হওয়ার কারণ হল ঐন্দ্রিলার মা ও অঙ্কুশের বাবার মধ্যে সম্পর্ক থাকা। তবে, ভাববেন না যেন বিষয়টি রিয়েল লাইফের। আসলে এটি রিল লাইফের গল্প। অঙ্কুশ-ঐন্দ্রিলার আসন্ন ছবি ‛লাভ ম্যারেজ’। আর সেখানেই দেখা যাবে এই কান্ড। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। মজার এই ছবিতে ঐন্দ্রিলার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya)।

অঙ্কুশের বাবার ‘প্রেমে' পাগল ঐন্দ্রিলার মা! তবে কি প্রেমিক-প্রেমিকা থেকে এবার ভাই-বোন? -

আর অঙ্কুশের বাবার চরিত্রে রয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যাচ্ছে যে, ঐন্দ্রিলা-কে ভালোবাসে অঙ্কুশ। আর তাই যথারীতি সে লাভ ম্যারেজই করবে। কিন্তু এখানেই আপত্তি অঙ্কুশের বাবা রঞ্জিত মল্লিকের। তার কথা প্রেমের আনন্দ স্বল্পক্ষণ কিন্তু যন্ত্রনা থাকে সারাজীবন। তার মুখে এই কথা শুনে বোঝাই যাচ্ছে তিনি কোনো একসময় প্রেমে হোঁচট খেয়েছেন।

অঙ্কুশের বাবার ‘প্রেমে' পাগল ঐন্দ্রিলার মা! তবে কি প্রেমিক-প্রেমিকা থেকে এবার ভাই-বোন? -

তবে, ওদিকে অঙ্কুশের মামা তাকে আশ্বাস দেয় যে, দু-তিনটে মেয়ে দেখার পর সায়নকে পাত্রী হিসেবে সে হাজির করবে বাবার সামনে। যেমন কথা তেমন কাজ। আর তেমনই মেয়ে দেখতে গিয়েই মুখোমুখি হয় দুই প্রাক্তন। একে অপরকে দেখে তো অবাক। তারপর দেখা যায় ছেলের বিয়ের কথা বেমালুম ভুলে নিজেরাই প্রেম করতে বেরিয়ে পড়ে। আজ গঙ্গার ঘাট, কাল রেস্তোরাঁ এ যেন লেগেই আছে।

আর এসব দেখে সায়ন তো বলেই বসে ‛সবাই মিলে তোর বাড়িতে গিয়ে থাকবো। তাই তো? ভাই বোন একসাথে’। তবে, শেষ অবধি কোন জুটি আসলে ছাদনা তলায় পৌছালো তা এখনই জানা যাচ্ছে না। সেটা জানতে গেলে অপেক্ষা করতে হবে আর কিছুদিন। ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন মিলবে সঠিক উত্তর। এখন শুধু অপেক্ষার পালা।