EntertainmentViral Video

‘ভালোবাসারই মরসুম’, মঞ্চে দুর্দান্ত সুরে গান গেয়ে দর্শকদের মন মাতালেন ‘সারেগামাপা’ খ্যাত অঙ্কিতা, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

‛X=Prem’ সিনেমার ‛ভালোবাসার মরসুম’ গানটি গেয়ে তাক লাগালেন গায়িকা অঙ্কিতা। ২০১৯ সালে ‛সারেগামাপা’-র চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্যকে (Ankita Bhattacharya) কেই না চেনেন। তাঁর গানের গলায় মুগ্ধ হয়েছেন বিচারক থেকে শুরু করে সকল দর্শক মণ্ডলী। এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলা সব জায়গাতেই তাঁর বিশাল ফ্যান-ফলোয়িং।

'ভালোবাসারই মরসুম', মঞ্চে দুর্দান্ত সুরে গান গেয়ে দর্শকদের মন মাতালেন 'সারেগামাপা' খ্যাত অঙ্কিতা, ভাইরাল ভিডিও

এছাড়া অঙ্কিতা সঙ্গে তাঁর মায়ের যুগলবন্দী গানের পারফরম্যান্সও মুগ্ধ করে সকলকে। ছোট থেকেই মায়ের কাছেই প্রথম গানের হাতেখড়ি অঙ্কিতার। এরপর মায়ের বাইরে প্রথম সঙ্গীত শিক্ষক রাধাপদ পালের কাছে সঙ্গীতচর্চা করেন। এরপর বছর সাতেক ধরে অঙ্কিতা রথীজিৎ ভট্টাচার্যের ছাত্রী। সব ধরণের গান যাতে সহজেই গাইতে পারে তারজন্য চলছে ট্রেনিংও।

'ভালোবাসারই মরসুম', মঞ্চে দুর্দান্ত সুরে গান গেয়ে দর্শকদের মন মাতালেন 'সারেগামাপা' খ্যাত অঙ্কিতা, ভাইরাল ভিডিও

আর তাইতো এখন সে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) থেকে শুরু করে আর.ডি বর্মন (R.D. Burman) সহ আরও সকল নামকরা গায়কদের গাওয়া গান সবই সাবলীল ভাবে গাইতে পারেন অঙ্কিতা (Ankita)।
তবে, গানের রেকডিং যেমন করেন তেমনই আবার অনুরাগীদের জন্য ছুটে যান স্টেজ শোয়ের মঞ্চে। আর সেখানে তাকে ‛ভালোবাসার মরসুম’ গানটি গাইতে শোনা যায়।

'ভালোবাসারই মরসুম', মঞ্চে দুর্দান্ত সুরে গান গেয়ে দর্শকদের মন মাতালেন 'সারেগামাপা' খ্যাত অঙ্কিতা, ভাইরাল ভিডিও

যথারীতি তার গান মুগ্ধ করে দর্শকদের। তাজপুর সুপার স্টার ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই এই গান গেয়ে সকলের মনজয় করে নেয় অঙ্কিতা। ‛Agamoni Studio’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে। বহু মানুষই তার গানের প্রশংসা করেছেন। পাশাপাশি অনেকেই আবার বিরূপ মন্তব্য করতেও ছাড়েননি।

ছোট থেকেই মায়ের কাছে হাতেখড়ি অনুষ্কার। স্কুল জীবনে অনিয়মিত ভাবে স্কুল গেলেও গানের চর্চায় কখনও ফাঁকি দেয়নি। প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা করে সঙ্গীত সাধনা করেন। এই তারই ফলশ্রুতি তার এত সুন্দর গানের গলা। বাংলা পেরিয়ে গোটা ভারতবর্ষের মানুষের কাছে অঙ্কিতার গান জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি অঙ্কিতার স্টেজ শোয়ের মঞ্চে গাওয়া এই গানই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।