EntertainmentTrendingViral Video

VIRAL: একই তোয়ালের ভিতরে ঢুকে চরম রোমান্স নিরাহুয়া ও অঞ্জনার, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

ঘরের মধ্যেই চরম রোম্যান্স-এ মাতলেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও অঞ্জনা সিং। মুহূর্তে ভাইরাল ভিডিও। বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আর এই ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা সিং (Anjana Singh)। তার জনপ্রিয়তা নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি দীনেশ লাল যাদব ও অঞ্জনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা রীতিমতো ঝড় তুলেছে।

এমনিতেই তারকা অঞ্জনার (Anjana Singh) সৌন্দর্য্যে মুগ্ধ সকলেই। তাকে একটিবার দেখার জন্য এমনকি স্পর্শ করার জন্য যে কত মানুষ পাগল তার কোনো ইয়াত্তা নেই। তবে, এবার নিরহুয়া ও অঞ্জনার ঘাম ঝরানো রোম্যান্স পাগল করে তুলেছে দর্শকদের। তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় তারা। তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। না বললেই নয় যে তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই আলোড়ন সৃষ্টি করে।

বলতে গেলে দিনে দিনে ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাড়ছে তরতরিয়ে। বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আজকালকার দিনে সকলেই বিনোদন প্রিয়। খেতে, শুতে, হাঁটতে, ঘুরে বেড়াতে সকলেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক্টিভ। আর তাইতো যেকোনো ভিডিওই (Video) নিমেষেই ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে।

সম্প্রতি দীনেশ ও অঞ্জনার (Dinesh-Anjana) একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। যেখানে তাদের ঘরের মধ্যে ভোজপুরী গানে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। কখনও শাড়িতে, কখনও নাইট ড্রেসে আবার কখনও তোয়ালেতে উষ্ণতার পারদ চড়িয়েছেন অভিনেত্রী। প্রতিবারের মতো এবারেও তাদের রসায়ন মনে ধরেছে নেটিজেনদের। ভোজপুরী গানের সঙ্গে তাদের নাচ (Dance) আরও একবার আলোড়ন সৃষ্টি করেছে নেটমাধ্যমে।

‛Wave Music Bhojpuri’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই সাড়ে সাত লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি সাতশোর বেশি মানুষ ভিডিওটি পছন্দও করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও (Video)।