EntertainmentVideoViral Video

ক্যামেরার সামনেই পোশাক পরলেন ‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল কন্যা অঞ্জলী, ভাইরাল ভিডিও

Advertisement

ক্যামেরার সামনেই পোশাক পরতে ব্যস্ত অঞ্জলি আরোরা। আর রাখ ঢাক নয় ঘরের মধ্যে ক্যামেরার সামনেই এবার নিজেকে সাজালেন অঞ্জলি। ‘কাঁচা বাদাম’ গান যতটা না ভাইরাল হয়েছিল তার থেকে দ্বিগুন ভাইরাল হয়েছিল সেই গানে অঞ্জলি আরোরার (Anjali Arora) জবরদস্ত নাচ। ইন্টারনেট সেনসেশন বলা যায় এখন অঞ্জলিকে। বর্তমানে ইনস্টাগ্রাম রিল ভিডিওতে তাঁকে হামেশাই দেখা যায়। যে কারণে এখন তার মিলিয়ন ফ্যান ফলোইং আছে।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দুধ সাদা রঙের সালোয়ার কামিজ নিজের শরীরে পড়লেন। তার পরেই গলায় একটি মুক্ত বসানো চোকার, কানে একই রকম দুটি দুল পরেছেন। শরীরে ওড়না জড়ানোর আগে সামান্য সময় তা নিয়ে খেলা করতেও দেখা গেছে। খোলা চুল ও সাধারণ মেকআপ যেন আরও সুন্দর করে তুলেছে তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

বর্তমানে অঞ্জলির এই ভিডিও ৩.৭ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই ৪ লক্ষের কাছাকাছি লাইক ও প্রচুর কমেন্ট এসেছে। কমেন্ট বক্সে তার রূপ ও এই ভাইরাল ভিডিও নিয়ে যেমন গুণগান করেছেন ঠিক তেমনই তাঁকে নিয়ে কটূক্তি করতেও ছাড়েননি কিছু মানুষ। মাস কয়েক আগেই অঞ্জলির একটি এমএমএস কাণ্ডে নাম জড়িয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

তবে সেসব কাটিয়ে সে কিন্তু পুরোনো ছন্দেই ফিরে এসেছে সোশ্যাল মিডিয়াতে। আর এসেই কার্যত আবারো আগুন ধরিয়েছে। ফলোয়ার্স -র বিচারে বলিউডের অনেক নামি সেলিব্রেটিদের থেকেও এগিয়ে আছেন অঞ্জলি। কাজের কথা বলতে গেলে ১৯৫১ সালের সিনেমা ‘বাহার’-এর বিখ্যাত গান ‘সঁইয়া দিল মে আনা রে’-র রিমেক গানে আইটেম ডান্স করেছেন অঞ্জলি যা কিছুদিন আগেই রিলিজ করেছিল।