Entertainment

Anjali Arora: কালো বিকিনিতে সমুদ্র তীরে ‘সুপার হট’ অঞ্জলি, দেখে ঘুম উড়েছে পুরুষ অনুগামীদের

Advertisement

‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান শুনলে দুজনের কথা আপনার অবশ্যই মনে আসবে। একজন এই গানের সৃষ্টি কর্তা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। ওপরজন এই গানেই পাতলা কোমরের ঠুমকায় কার্যত সবাইকে বেহুঁশ করিয়ে দেওয়া অঞ্জলি আরোরা (Anjali Arora)। ইন্টারনেট সেনসেশন বলা যায় এখন অঞ্জলিকে। টিকটকের পরে ইনস্টাগ্রাম রিলেও ঠিক একই জলবা অঞ্জলির। তবে এবার নাচ নয় বরং বিকিনি ফটোতে দেখা গেল তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

সম্প্রতি সমুদ্রের পারে ঘুরতে গেছেন অঞ্জলি। সেখানেই কালো বিকিনিতে দেখা মিললো তার। সমুদ্রের পারে কার্যত ফুরফুরে মেজাজে নিজেকে মেলে ধরেছেন তিনি। ফ্লোরাল রঙের টপ দেখা গেছে তার শরীরে। কালো রঙে ব্রালেটে উন্মুক্ত তার ক্লিভেজ। সুঠাম পেট ও উরু কার্যত ফটোর মধ্যে দর্শকদের অতিরিক্ত পাওনা। ক্যাপশনে কিন্তু বেশ সুন্দর একটি কথা লিখেছেন অঞ্জলি।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

লিখেছেন -‘ আমি শুধুমাত্র একটু ভালো ভিটামিন সি ডোজ চাই’। দুদিনের মধ্যেই কার্যত সাড়ে পাঁচ লক্ষের থেকে বেশি লাইক ছারিয়ে গেছে। কিছুদিন আগেই অঞ্জলির কুরুচিকর একটি এমএমএস কার্যত লিক হয়ে যায়। যদিও পরে অঞ্জলি দাবি করেন সেটি তিনি ছিলেন না। বরং নাম খারাপ করার জন্যই এমন রটানো হয়েছে। তবে দর্শকরা এখনও পর্যন্ত সেই ঘটনার কুরুচিকর মন্তব্য ফটোর কমেন্ট বক্সে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও তার সাথেই বহু মানুষ অঞ্জলির সৌন্দর্যের প্রশংসা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

শেষবার কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut) সঞ্চালিত রিয়েলিটি শো ‘লক-আপ’ প্রথম সিজনে প্রতিযোগী হিসাবে দেখা গিয়ে ছিল অঞ্জলি আরোরাকে। বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অঞ্জলি। শেষবার ১৯৫১ সালের সিনেমা ‘বাহার’-এর বিখ্যাত গান ‘সঁইয়া দিল মে আনা রে’-র রিমেক গানে আইটেম ডান্স করেছেন অঞ্জলি। ইনস্টাগ্রামে তার বর্তমানে ১২.৬ মিলিয়ন ফলোয়ার্স আছে। অঞ্জলির রূপে যে ঘায়েল সম্পূর্ণ দেশ তা আলাদা করে বলার দরকার হবে না।