EntertainmentVideoViral Video

MMS বিতর্ক এখন অতীত! দুর্দান্ত নেচে ফের ভাইরাল ‘হট বম্ব’ অঞ্জলী আরোরা, দেখুন ভিডিও

Anjali Arora Dance Video: ‛Saiyaan’ গানে অসাধারণ নাচে নেটিজেনদের তাক লাগালেন অঞ্জলি অরোরা (Anjali Arora)। তার পরিচয় আশাকরি নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। এই তো কিছুদিন আগেই তার একটি ভিডিও এমএমএস হয়ে প্রকাশ পায়। যেখানে তাকে চরম রতিক্রিয়ায় মত্ত অবস্থায় দেখা গিয়েছিল। যদিও ভিডিওতে অঞ্জলির মুখ স্পষ্ট নয়। এমনকি অঞ্জলি নিজেও জানিয়েছিলেন এটি তার ভিডিও নয়।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

বরং ভিডিওটির (Video) বিষয়ে অঞ্জলি (Anjali Arora) বলেছিলেন যে, ‛কোনো এক ব্যক্তির বোকামির শিকার তাকে হতে হয়েছে’। এমনকি আরও বলেছিলেন যে, এই ভিডিওর কারণেই তার জীবন এলোমেলো হয়ে গিয়েছে। যা তিনি কোনোদিনও আশা করেননি। একাধিক মিউজিক ভিডিওতে (Music Video) কাজ করলেও মূলত এমএমএস কান্ডের জন্য অঞ্জলি (Anjali Arora) সকলের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

বলতে গেলে প্রায় সময়ই তাকে নিয়ে একের পর এক বিতর্ক যেন লেগেই থাকে। তবে, শুধু এমএমএস কান্ডই নয় স্বাধীনতা দিবসের দিন বুকে পতাকা জড়াতে দেখা গিয়েছিল তাকে। আর সেই নিয়েও ওঠে বিতর্কের ঝড়। যদিও পরে জানা যায় যে, সেটি কোনো পতাকা নয়। ওটি আসলে একটি ক্রপ টপ। এককথায় বলতে গেলে বিতর্ক আর অঞ্জলি (Anjali Arora) এই দুটো যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে, যতই তাকে নিয়ে কানাঘুষো চলুক না কেন তিনি কিন্তু রয়েছেন খোশমেজাজে।

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনুরাগীদের কিভাবে খুশি রাখতে হয় তা বেশ ভালোই জানেন অভিনেত্রী। আর তাইতো মাঝে মধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন। সম্প্রতি এবার তাকে ‛Saiyaan’ গানে অসাধারণ নেচে মনজয় করতে দেখা গেছে। তার পরণে রয়েছে কালো-সাদা কম্বিনেশনের সালোয়ার কামিজ। ফাঁকা ঘরে নিজের মতো করে নেচে চলেছেন অঞ্জলি।

Watch Anjali Arora video:

 

View this post on Instagram

 

A post shared by Anjali Arora (@anjimaxuofficially)

যথারীতি ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সুন্দর’। আবার কেউ লিখেছেন ‛খুব সুন্দর’। কেউ আবার আগুন ও হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) অঞ্জলির (Anjali Arora) এই ভিডিও।