Entertainment

টলিউডের ব্যোমকেশের বলিউড যাত্রা! রানী মুখার্জীর সঙ্গে জুটি বাঁধতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য

Advertisement

একদিকে তিনি একজন অভিনেতা তো বটেই তার ওপর আবার বাংলার ক্রাশ, অন্যদিকে অভিনেত্রী বঙ্গ তনয়া হলে কি হবে! সেরা অভিনেত্রীর পরিচয় যে তিনি বলিউড থেকেই পেয়েছেন। হ্যাঁ, এবার দুইয়ের মেলবন্ধন ঘটতে চলেছে। সঙ্গে বলিউড পেতে চলেছে এক নয়া জুটিকে। একজন অনির্বাণ ভট্টাচার্য, আর অন্যজন অভিনেত্রী রানী মুখার্জী।

অনির্বাণ তো বাংলা ব্যোমকেশ হিসেবেই খ্যাত অন্যদিকে তাঁর অন্য একটিও নাম আছে খোকা। দ্বিতীয় পুরুষ ছবিতে অনির্বাণ খোকা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। তবে এবার তাঁর ক্যারিয়ারে আরেকটি প্রতিপাদক যুক্ত হতে চলেছে। টলিউড থেকে সোজা বলিউডে পাড়ি দিতে চলেছেন অনির্বাণ। জানা যাচ্ছে, সম্ভবত রানী মুখার্জীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অনির্বাণ। আর সেই ছবির নাম হতে চলেছে ‘মিসেস চ‍্যাটার্জি ভার্সেস নরওয়ে (Mrs. Chatterjee Vs Norway)’।

বেশ অনেকদিন হল রানীকে বলিউডের খুব একটা ছবিতে দেখতে পাওয়া যায় না। তবে শীঘ্রই বড় পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। আসলে অভিনেত্রী নিজের ৪৩ বছর জন্মদিন উপলক্ষ্যেই নতুন ছবির ঘোষণা করেছেন। এই ছবির পরিচালক অসীমা ছিববা। একজন মহিলা গোটা একটা দেশের বিরুদ্ধে কিভাবে লড়াই করে চলেছে সেই কাহিনীই তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবির মাধ্যমে অভিনেত্রী নিজের ২৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনপূর্ণ করবেন।

যদিও টলিউড থেকে এই প্রথম কোন অভিনেতা বলিউডে পাড়ি দিচ্ছেন না। এর আগেও একাধিক অভিনেতা টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন। সেখানে গিয়েও প্রত্যেকে তারকাই প্রতিষ্ঠিত ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া টলিউডের বহু অভিনেতা অভিনেত্রী এখন বলিউডের প্রচুর ওয়েবসিরিজে অভিনয় করছেন। অনির্বাণ নিজেও ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন। অভিনেতার অভিনীত বাংলা ছবি ‘দ্বিতীয় পুরুষ’ ছবিটি বহুদিন আগে রিলিজ হলেও তার রেশ এখনও রয়েছে।