×
EntertainmentVideoViral Video

সেক্স করেই যৌবন ধরে রেখেছেন অনিল কাপুর! অভিনেতার উত্তর শুনে হাঁ করণ জোহর

কিছুদিন আগেই টিভির পর্দায় শুরু হয়েছে কফি উইথ করণ শো। যেখানে বলিউড নিয়ে একের পর এক মজার কথা সঙ্গে সেলিব্রেটিদের বেডরুম থেকে শুরু করে সব হাঁড়ির খবর বের করতে করণ একেবারে পাক্কা খিলাড়ি। এক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। তেমনই সম্প্রতি ‛করণের শোতে হাজির হবেন অনিল কাপুর। প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। শুধু অনিল কাপুর (Anil Kapoor) নয় এদিন হাজির হবেন বরুণ ধাওয়ানও (Varun Dhawan)।

সেক্স করেই যৌবন ধরে রেখেছেন অনিল কাপুর! অভিনেতার উত্তর শুনে হাঁ করণ জোহর -

কিছুদিন আগেই এই শোতে এসেছিলেন সোনাম কাপুর (Sonam Kapoor) ও অর্জুন কাপুর (Arjun Kapoor)। আর এবার এসেছেন অনিল ও বরুণ। আর এখানে এসেই এদিন অনিলের ইয়ং থাকার সিক্রেট ফাঁস হয়। আর তা শুনে রীতিমতো অবাক হয়ে যান সকলেই। ২০ বছর আগে অনিল কাপুরকে দেখতে যেমন ছিল আজকেও তিনি তেমন ইয়ং ও ফিট। দাদু হয়ে যাওয়ার পরও তাকে বার্ধক্য ছুঁতে পারেননি।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

করণ তো মজা করে বলেই বসেন যে, তিনি অনিলের ছেলে হর্ষবর্ধনের মাথায়ও পাকা চুল দেখেছেন। কিন্তু অনিলের মাথায় তিনি পাকা চুল দেখেননি। এর রহস্য কি সেই প্রসঙ্গে অভিনেতা বলেছেন যে, ‛সেক্স সেক্স এন্ড সেক্স’। তার কথায় যৌনতাই নাকি যৌবন ধরে রাখার আসল চাবিকাঠি। এসব শুনে তো অবাক সকলেই। যদিও পরক্ষণেই অনিল বলেছেন যে, সবটাই স্ক্রিপ্টেড।

সেক্স করেই যৌবন ধরে রেখেছেন অনিল কাপুর! অভিনেতার উত্তর শুনে হাঁ করণ জোহর -

অভিনেতার কথা তিনি বরাবরই তার স্ত্রীর প্রতি সৎ। ওদিকে বরুণকেও প্রশ্ন করা হয় যে তাকে দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে কাজ করতে দেখা যায়নি কেন? তাতে বরুণ জানায় যে, দুই নায়িকার সঙ্গে তাকে মানায় না। এই কথা শুনে করণ বলেছেন যে, তুমি ওদের বয়স্ক বলছো? তাতে বরুণের পাল্টা জবাব এটা আমি নই তুমি বলছো। এমনকি মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা ও ভুল স্ক্রিপ্ট করা সব বিষয়েই নাম নেন অর্জুনের।