×
EntertainmentVideoViral Video

আম্রপালি দুবের সঙ্গে মঞ্চের উপর ভরপুর রোমান্সে লিপ্ত পবন সিং, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

বর্তমানে পবন সিং (Pawan Singh) একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। তার সিনেমার সাথেই হট ও রোমান্টিক দৃশ্যর গান গুলি দর্শকদের মন কেড়ে নিতে বাধ্য। যে কারণে হামেশাই তার সিনেমার গান হয়ে ওঠে ভাইরাল (Viral)। যেমন সম্প্রতি ভোজপুরি অ্যাকশন সিনেমা ‘সত্য’ (Satya) -র একটি গান হয়ে উঠেছে চরম ভাইরাল। এখন শুধু নায়ক নয় দর্শকদের পছন্দমত নায়িকা না থাকলে সিনেমা হলে ভিড় জমানো মুশকিল হয় দর্শকদের। আর সে ক্ষেত্রে সবার প্রথমেই থাকবেন অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey)। ৩৫ বছরের এই নায়িকার যৌবন যেন সিনেমার মাধ্যমে দর্শক মহলে খ্যাতি ছড়িয়েছেন।

আম্রপালি দুবের সঙ্গে মঞ্চের উপর ভরপুর রোমান্সে লিপ্ত পবন সিং, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের -

এই সিনেমায় পবন সিংহের সাথে জুটি বেঁধে ছিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী আম্রপালি দুবে। তাদেরকে দুর্দান্ত রোমান্টিক মুডের মধ্যে কার্যত হারিয়ে যেতে দেখা গেছে। গানের নাম ‘রাতে দিয়া বুটাকে’। ভিডিওর শুরুতেই কার্যত হট আম্রপালিকে দেখে উত্তেজিত হয়ে গেলেন নায়ক। নায়িকাও লাল রঙের শাড়ি ও ব্লাউজে শুরু করলেন যৌবন উড়নো নাচ। আম্রপালি নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন পবন সিংকে। আর একসময় দুজনেই বেশ জমিয়ে নাচ করেছেন যা দর্শকদের নজর কেড়েছে।

আম্রপালি দুবের সঙ্গে মঞ্চের উপর ভরপুর রোমান্সে লিপ্ত পবন সিং, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের -

ভিডিওর মধ্যেই বহুবার তাদের দুজনকে দেখা গেছে অন্তরঙ্গ মুহূর্তে। পবন,আম্রপালির শরীরে বেশ কয়েকবার চুমু ও দিয়েছেন। ‘Wave Music’ নামের ইউটিউব চ্যানেল থেকে বছর চারেক আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ৫৫ কোটি মানুষ দেখে নিয়েছেন তাদের হট ও ঘাম ঝরানো রোমান্স। সাথেই ১৫ লক্ষ লাইক ও লক্ষ লক্ষ কমেন্ট এসেছে নেটিজেনদের।

সবাই আম্রপালি দুবের প্রশংসায় ডুবেছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে পারবে। আপনাদের জানিয়ে রাখি দুর্দান্ত এই গানটি গেয়েছেন পবন সিং নিজে ও গায়িকা ইন্দু সোনালী। পবন সিং একজন অভিনেতা হওয়ার পাশেই এত সুন্দর গায়ক তা এই গানটি শুনলেই আপনি বুঝতে পারবেন। তাই সময় নষ্ট না করে দুর্দান্ত এই ভিডিওটি দেখে উপভোগ করুন।