EntertainmentVideoViral Video

ভোজপুরি কুইন আম্রপালির সঙ্গে বৃষ্টির মধ্যে ভরপুর রোমান্স নিরাহুয়ার, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

Amrapali Dubey-Nirahua Romance: বর্তমানে ভোজপুরি গানগুলি সারা দেশজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। ফলে জনপ্রিয়তা বাড়ছে ভোজপুরি নায়ক-নায়িকাদেরও। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তেমনই একটি পরিচিত ও জনপ্রিয় নাম হলো নিরাহুয়া(Nirahua) ও আম্রপালি দুবে(Amrapali Dubey)। হরিয়ানা, উত্তরপ্রদেশ ছাড়িয়ে নায়ক নিরাহুয়ার নাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। অন্যদিকে আম্রপালির সৌন্দর্যে কাবু হয়েছে সবাই।

নিরাহুয়া ও আম্রপালির রসায়ন বরাবরই আকৃষ্ট করে নেটিজেনদের। তাদের হট রোম্যান্সে মন ভেজে সবার। সম্প্রতি এই রোম্যান্টিক জুটির একটি ভিডিও আবারও ভাইরাল(Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে ভিডিওটি আসতেই দেখার জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা।

ভিডিওটিতে দেখা যায়, গোল্ডেন সিকোয়েন্স ব্লাউজ ও সবুজ রঙের শাড়িতে বৃষ্টিতে ভিজে আরও লাস্যময়ী হয়ে উঠেছে আম্রপালি(Amrapali Dubey)। অন্যদিকে লাল রঙের শার্ট ও ব্লু ডেনিম জিন্স পরে নিরাহুয়াকেও খুবই হট লাগছে। বৃষ্টিতে ভিজে তাদের রোম্যান্সের ভিডিও উষ্ণতার পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘করলা মন পাতে যায়’ (Karela Man Pat Jayi) এই ভোজপুরি গানে তাদের উষ্ণ আবেদন দেখে মন ভিজেছে নেটিজেনদের। গানটি গেয়েছেন দীনেশ লাল যাদব ও কল্পনা। সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ রাজনীশ। আর গানটি লিখেছেন পেয়ারে লাল যাদব। ‘আশিক আওয়ারা’ (Aashik Aawara) সিনেমার এই গানটি খুবই পছন্দ হয়েছে নেটিজেনদের।