আম্রপালির রূপে ফিদা হয়ে নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, ব্যাপক ভাইরাল ভোজপুরি রোমান্সের ভিডিও
Bhojpuri Dance Video সকাল হতে না হতেই নিরাহুয়ার মনে রোমান্সর আগুন জেগেছে। যে কারনেই পিছন থেকে এসে স্ত্রী আম্রপালিকে জড়িয়ে ধরলেন তিনি। ঠিক এমনই এক নতুন রোমান্স রসে ভরপুর নিরাহুয়া অর্থাৎ দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি দুবের (Amrapali Dubey) মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে। গানটির নাম ‘ভিতর কে তিতার’। গানটি গেয়েছেন নিরাহুয়া ও গায়িকা অন্তরা সিং প্রিয়াঙ্কা।
একটি দারুন সুন্দর বাড়ির ছাদে দাঁড়িয়ে তারা প্রেমে মজলেন সম্পূর্ণ ভাবে। নায়িকার পরনে সবুজ রঙের শাড়ি ও ব্লাউজ। অপর দিকে নিরাহুয়া পরেছেন গেঞ্জি ও টাওয়াল। আম্রপালি যদিও প্রথম অবস্থায় রোমান্স সামিল হয়নি। তবে নিরাহুয়ার চেষ্টায় পরবর্তী সময়ে আর কোনো পথ খোলা পান নি সে। সব শেষে এক খাটেই দুজনকে দেখা গেল রোমান্সে ডুব দিতে।
১ বছর আগে ভিডিওটি আপলোড করা হয়েছিল ‘Speed Records Bhojpuri’ চ্যানেল থেকে। এখনও পর্যন্ত ৩০ লাখ ভিউস ছাড়িয়ে গেছে। স্বভাবতই সবাই প্রশংসায় মেতেছেন জুড়ির। যে কারনেই আম্রপালির ফিগার ও লাস্যময়ী যে এক্সপ্রেশন দিয়েছে তার তারিফ করেছেন হাজার হাজার মানুষ।