EntertainmentVideoViral Video

Bhojpuri Song : দীনেশের ওপর উঠে চরম ঘনিষ্ঠ রোমান্স ‘হট বম্ব’ আম্রপালির, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

‛Bam Bam Bol Raha Hai Kashi’ সিনেমার ‛Khatiya Se Khatiya Sataib ki Na’ গানে চরম রোম্যান্টিক মুহূর্তে ধরা দিলেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি দুবে (Amrapali Dubey)। আম্রপালি ও‛নিরাহুয়া’ কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের কেমিস্ট্রি বরাবরই নজর কাড়ে দর্শকদের। এমনকি তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় হলেন তারা দুজনে। তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই যেন আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি আম্রপালি (Amrapali Dubey) ও নিরাহুয়ার একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। এই গানটিতেও প্রতিবারের মতো এবারেও তাদের কেমিস্ট্রি মনে ধরেছে নেটিজেনদের। যেখানে তাদেরকে জনপ্রিয় ভোজপুরী গানে নাচতে দেখা যাচ্ছে। ‛Khatiya Se Khatiya Sataib Ki Na’ গানে আম্রপালির সঙ্গে চরম রোম্যান্সে মাততে দেখা গিয়েছে দীনেশ লাল যাদবকে (Dinesh Lal Yadav)।

ভোজপুরী গানের সঙ্গে তাদের নাচ আরও একবার আলোড়ন সৃষ্টি করেছে নেট মাধ্যমে। দীনেশ লাল যাদবের (Dinesh Lal Yadav) সঙ্গে আম্রপালিকে (Amrapali Dubey) দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। ভিডিওতে আম্রপালির পরনে কখনও রয়েছে কমলা রঙের নাইট শ্যুট আবার কখনও তাকে ডিপ নেক লেহেঙ্গা চোলিতে দেখা যাচ্ছে। ওদিকে নিরহুয়ার পরনে রয়েছে কমলা কুর্তা ও ধুতি। ‛T-Series Hamaar Bhojpuri’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।

৬ বছর আগের পুরোনো ভিডিওটি ১ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১৫ হাজার মানুষ। ভোজপুরি সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবের (Amrapali Dubey) জুটি সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে পরিচিত। সম্প্রতি ফের একবার তাদের রোম্যান্সে ভরা নাচের ভিডিও (Video) ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।