Bhojpuri Video : ফুলসজ্জার ঘরে সুপার হট আম্রপালির সাথে রোমান্টিক মুডে দীনেশ লাল যাদব, তুমুল ভাইরাল ভিডিও

দীনেশ লাল যাদব (Dinesh lal Yadav) ও আম্রপালি দুবে (Amrapali Dubey) ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জুটি। দর্শকরা সর্বদা তাদের দেখতে মুখিয়ে থাকেন। এবারও কার্যত নিরাহুয়া ও আম্রপালি সব সীমা লঙ্ঘন করেছে। ক্যামেরার সামনেই কার্যত যৌবন খুয়েছেন নায়িকা। ঘরের মধ্যে এমন কাজ করলেন দুজনে যা সবার সামনে দেখতেও পারবেন না আপনি। সিনেমার নাম ‘রাম লক্ষণ’ (Ram Lakhan)। আর সেই সিনেমার গান ‘মানবা না রাজা’ (Manba Na Raja)।
ভিডিওর শুরুতে ঘরের মধ্যে আম্রপালিকে জড়িয়ে ধরলো নিরাহুয়া। শুরু হলো দুজনের যৌবন লীলা। একসময় নিজের কোলের মধ্যে আম্রপালিকে বসিয়ে নিয়ে দুস্টুমি করতে থাকে নিরাহুয়া। সবুজ রঙের শাড়িতে হটবম্ব লাগছিলো আম্রপালিকে। সবকিছু ভুলে গিয়ে নাচ গানে মত্ত হলেন জুটি। গানের তালে তালে ফাটিয়ে নাচ করলেন দুজনেই।
নাচ হলেও রোমান্সে কোনো খামতি নেই। নিরাহুয়া বেশ কয়েকবার গভীর চুম্বন দিয়েছেন নায়িকার শরীরে। আর তার ফলে নায়িকা যা এক্সপ্রেশন দিয়েছে আপনি উঠে দাঁড়াতে বাধ্য। আবার আম্রপালির নিরাহুয়াকে যৌবনের সাগরে ভাসিয়ে তুলেছে। গানটি গেয়েছেন কল্পনা। যে কারণে ৯ মাসের মধ্যেই এই ভিডিও ৩৪ লক্ষের বেশি ভিউজ ছড়িয়ে গেছে।
‘Nirahua Official‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। সবাই কার্যত এই সিন্ গুলি থেকে চোখ সরাতে পারেনি। আম্রপালির হটনেসে বরফ গলতে বাধ্য। অজান্তেই যে আপনি গরম হবেন তা বলার অপেক্ষা রাখে না। সবার কথায় নির্লজ্জের সব সীমা লঙ্ঘন করেছে এই ভিডিও।