EntertainmentVideoViral Video

বন্ধ ঘরে বিছানার উপর আম্রপালির সাথে উদ্দাম রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমার কলাকুশলীদের দেখা যায় রোমান্স করতে। কার্যত সব নায়করাই উত্তেজনা পূর্ণ সিনে ওস্তাদ বলা যায়। সেই কারণেই সিনেমার গান গুলি হয়ে ওঠে সম্পূর্ণ জীবন্ত। অপরদিকে নায়িকারদের শারীরিক এক্সপ্রেশন তো তারিফ করতেই হবে। যে কারণে সিনেমা মানুষের ভালো না লাগলেও তাদের গান গুলি মন ছুঁয়ে যায়। তার জন্যই প্রতিদিন কলাকুশলীরা থাকেন দর্শকদের স্মার্ট ফোনে। সেই হিসাবে আবারো একটি গান ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। আজ সেই গানের সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যই প্রতিবেদনে হাজির হয়েছি।

Song: রাজাই মে সে তাকি (Rajai Me Se Taki)

Film: ‘রাজা বাবু’ (Raja Babu)

Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav), আম্রপালি দুবে (Amrapali Dubey)।

Singers: কল্পনা (Kalpana), ছোটে বেটা (Chote Beta)

Song Story: ঘরের মধ্যে আম্রপালি ও নিরাহুয়া। নায়ক তাকে জীবনের সবথেকে আনন্দের কিছু মুহুর্ত উপহার দিতে চান। সেই কারণেই নিরাহুয়া, আম্রপালিকে বারংবার খাটে নিয়ে আসতে চাইলো। গোলাপি শাড়ি, মাথায় সিঁদুর যেন নিরাহুয়ার স্ত্রী হিসাবে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। আম্রপালির হটনেস কিন্তু সবসময়ই মন গলে যায়।
নিরাহুয়ার পাগলের মতো আম্রপালির শরীরে চুম্বন দিতে থাকেন। বন্ধ ঘরের মধ্যে জুটি দুর্দান্ত একটা সুন্দর সময় কাটিয়েছেন। সম্পূর্ণ গান জুড়েই যে পরিমান রোমান্টিকতার সৃষ্টি করেছে তা বলার মতো না।

Streaming Channel : ‘ওয়েভ মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

Views Count: প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫,৯৯,৬৭৪ জন দর্শক এখনও পর্যন্ত এই ভিডিও দেখে নিয়েছেন। ভিডিও আপলোডের বয়স পেরিয়েছে ৭ বছর। এখনও ভিউজ বেড়েই চলেছে।