EntertainmentVideoViral Video

ভোজপুরি কুইন ‘আম্রপালি’র ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

Advertisement

বলিউডের শাহরুখ খান(Shah Rukh Khan) ও ভোজপুরি সিনেমায় নিরাহুয়া। দুজনের জনপ্রিয়তাই তুঙ্গে বলা চলে। ভোজপুরি সিনেমার অন্যতম নায়ক দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরহুয়া। দর্শকরা কার্যত তার সব সিনেমা হাউস ফুল করে তোলেন। হামেশাই তার সিনেমার গান কিংবা রোমান্টিক দৃশ্য ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। আম্রপালি দুবে তার রিল লাইফ পার্টনার বলা চলে। তাদের গভীর রোমান্টিক দৃশ্য গুলি দর্শকরা বারংবার দেখেন। যেমন সম্প্রতি ভোজপুরি ‘আশিক আওয়ারা‘ (Aashik Awara) সিনেমার গান ভাইরাল (Viral) হয়ে উঠেছে। এই সিনেমায় দীনেশ লাল যাদবের সাথে জুটি বেঁধে ছিলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey)।

ভোজপুরি কুইন ‘আম্রপালি'র ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

তারা দুর্দান্ত রোমান্টিক এই গানের মাধ্যমে মাতিয়ে তুলেছেন দর্শক মন। গানের নাম ‘দুনিয়া জায়ে চাহে ভাড মে‘ (Duniya Jaye Chahae Bhad Me)। ভিডিওর শুরুতেই দেখা গেল নিরহুয়া ও আম্রপালিকে একসাথে বন্ধ গুদাম ঘরে। নায়িকার শরীরে সালোয়ার কামিজ। তবে বেশিক্ষন নয় মুহূর্তের মধ্যেই পোশাক পরিবর্তন হয়ে যায়। গোলাপি রঙের ছোট পোশাকে হাজির হয় নায়িকা।

ভোজপুরি কুইন ‘আম্রপালি'র ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

নিরহুয়ার পরনে তখন লুঙ্গি ও গেঞ্জি। চরম রোমান্টিক একটা মুহুর্ত তৈরী হয়েছিল। কার্যত ছোট খাটিয়া ভেঙে ফেলার উপক্রম হয়েছে তাদের রোমান্সর জন্য। নায়িকা নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন নিরাহুকে। ভিডিওতে পেট ও নাভি সম্পূর্ণ উন্মুক্ত যা অতিরিক্ত উষ্ণতা বাড়িয়েছে এই ভিডিওর। একসময় দুজনেই বেশ জমিয়ে নাচ করেছেন যা দেখতে সুন্দর লেগেছে। ‘Worldwide Records Bhojpuri‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ৬ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও।

ভোজপুরি কুইন ‘আম্রপালি'র ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারালেন নিরাহুয়া, ভিডিও দেখে ঘাম ছুটেছে দর্শকদের

এখনো পর্যন্ত ১.৩ কোটি মানুষ দেখে নিয়েছেন তাদের ঘাম ঝরানো রোমান্স। সাথেই ১০ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। সবাই আম্রপালির প্রশংসায় ডুবেছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে পারে। আপনাদের জানিয়ে রাখি দুর্দান্ত এই গানটি গেয়েছেন নিরহুয়া ও গায়িকা কল্পনা। তাই সময় নষ্ট না করে দুর্দান্ত এই ভিডিওটি দেখে উপভোগ করুন।