EntertainmentVideoViral Video

বন্ধ ঘরে আম্রপালির সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

দীনেশ লাল যাদব (Dinesh lal Yadav) ও আম্রপালি দুবে (Amrapali Dubey) ঘাম ঝরানো জুটি। তবে এবার নিরাহুয়া ও আম্রপালি কার্যত সব সীমা লঙ্ঘন করেছে। বন্ধ ঘরের মধ্যে এমন কাজ করলেন দুজনে যা বলতেও লজ্জা লাগবে। এই জুটির এমন রোমান্স যা আবারো নিলজ্জের সব সীমা অতিক্রম করেছে। সিনেমার নাম ‘রাম লক্ষণ’ (Ram Lakhan)। আর সেই সিনেমার গান ‘ধদক জালা চাতিয়া’ (Dhadak Jala Chhatiya)।

বন্ধ ঘরে আম্রপালির সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

ভিডিওর শুরুতে ঘরের মধ্যে আম্রপালিকে জড়িয়ে ধরলো নিরাহুয়া। ব্যাস, আর কি শুরু হলো গোপন কথা। গোলাপি রঙের শাড়িতে হটবম্ব লাগছিলো আম্রপালি দুবেকে। সবকিছু ভুলে গিয়ে নাচ গানে মত্ত হলেন জুটি। গানের তালে তালে ফাটিয়ে নাচ করলেন দুজনেই। নাচ হলেও রোমান্স কোনো খামতি নেই। দুজনেই কার্যত ব্যাপক রোমান্স করেছেন।

বন্ধ ঘরে আম্রপালির সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

নিরাহুয়ার বেশ কয়েকবার গভীর চুম্বন দিয়েছে তাও আবার আম্রপালির শরীরে। নায়িকাও উল্টোদিক থেকে যৌবনের সাগরে ভাসিয়ে তুলেছে। আম্রপালির শরীরে নিজেকে কার্যত হারিয়ে বসলেন নিরহুয়া। গানটি কল্পনা ও রঞ্জিশ গেয়েছিলেন। যে কারণে ৬ বছরের পুরোনো এই ভিডিও হলেও এখনও ১.২ কোটি মানুষ দেখে নিয়েছেন।

Nirahua Music World‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। সবার কার্যত এই রোমান্স মাখা সিন্ গুলি থেকে চোখ সরাতে পারেনি। আম্রপালির দুর্দান্ত নাচ নজর কাড়ে। সাথেই তার হটনেস ছিল ঘাম ঝরানোর মতো। সবার কথায় নির্লজ্জের সব সীমা লঙ্ঘন করেছেন এই ভিডিও। তাই এই ভিডিও কোনো মতেই মিস করবেন না।