বিরাট-অনুষ্কার আয়ের পরিমাণ আকাশছোঁয়া, জানুন এই দম্পত্তির সম্পত্তির পরিমাণ
একজন হলেন বলিউডের প্রথম সারির নায়িকা অনুষ্কা শর্মা। আর অন্যজন হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দুজনের মধ্যে দীর্ঘ ৪ বছর প্রেমের পর ২০১৭ সালে ইতালির ফ্লোরেন্স শহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে।
সম্প্রতি খুশির খবর শুনিয়েছে তাঁরা। আর মাত্র একটা মাস বাকি। আর তারপরই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সেই খুশিতেই এখন ঝলমল করছেন বলিউড নায়িকা অনুষ্কা শর্মা। আর তাই এই সময়টি এখন পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন বিরাট ঘরণী।
তবে, তাঁর মাঝেই সামনে এল দুজনের মোট সম্পত্তির পরিমান। দুজনের মোট সম্পত্তির পরিমান ১২০০ কোটি টাকা। দেশের সব ধনী সেলিব্রেটি কাপলদের মধ্যে তাঁরা হলেন অন্যতম। ২০১৯ সালে সালমান খানকে পিছনে ফেলে এক নম্বরে আসেন বিরাট। সব মিলিয়ে বিরাটের মোট সম্পত্তির পরিমান প্রায় ১০০০ কোটি টাকার আশেপাশে।
এছাড়া, ২০১৯ সালে অনুস্কার আয়ের পরিমাণ ছিল ২৮.৬৭ কোটি টাকা ও ২০১৮ সালে তাঁর আয় ছিল ৪৫.৮৩ কোটি টাকা। সব মিলিয়ে অনুস্কার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা।
এগুলি ছাড়াও মুম্বাইয়ে ৩৪ কোটি টাকার একটি এপার্টমেন্ট রয়েছে বিরুস্কার। এছাড়াও গুরগাও-এও ৮০ কোটি মূল্যের একটি বাড়িও রয়েছে তাঁদের। তবে, প্রেগনেন্সি মানেই যে চুপচাপ ঘরে বসে থাকা না তা বারবারই প্রমান করছে বলিউড সেলেব মায়ের। কেননা, গর্ভাবস্থায়ও শুটিং সারছেন অনুষ্কা। তবে, যতই সময় এগোচ্ছে ততই যেন প্রেগনেন্সি গ্লো ঠিকরে বেরোচ্ছে অনুষ্কার।
তবে, অন্তঃসত্ত্বা অবস্থায় আগের চেয়ে অনেকটাই যে, ওজন বেড়েছে তার তা ভালোই বোঝা যাচ্ছে। সম্প্রতি অনুষ্কা একটি ছবি তার ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তাকে এক্সারসাইজ করতে দেখা যাচ্ছে। তিনি যে এক্সারসাইজ করছেন। আর অনুষ্কাকে সাহায্য করছেন বিরাট।