Advertisement
Entertainment

অমিতাভ থেকে নাসিরুদ্দিন, সেই সমস্ত বলি তারকা যারা পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন মেয়ের বয়সী অভিনেত্রীদের সাথে

Advertisement
Advertisements

সিনেমার পর্দা মানে নানান ধরণের গল্প। আর এই গল্পের প্রয়োজনেই নানান ধরণের দৃশ্য উঠে আসে সিনেমার পর্দায়। আর এই দৃশ্য কখনও প্রশংসিত হয় আবার কখনও চর্চিত হয় বহুল পরিমানে। তবে, আজ আপনাদের এমন কিছু অভিনেতার কথা বলবো যারা তাদের হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে উঠে এসেছেন চর্চায়। যদিও সবটাই তারা করেছেন স্ক্রিপ্টের ডিমান্ডে। কিন্তু তারপরেও সেই বোল্ড দৃশ্য নিয়ে হয়েছে তুমুল চর্চা।

চলুন একনজরে জেনে নেওয়া যাক সেই প্রবীণ অভিনেতারা কারা

১.অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)

Advertisements

অমিতাভ থেকে নাসিরুদ্দিন, সেই সমস্ত বলি তারকা যারা পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন মেয়ের বয়সী অভিনেত্রীদের সাথে

Advertisements

নিশব্দ‘ সিনেমায় হাঁটুর বয়সী অভিনেত্রী জিয়া খানের সঙ্গে চরম ঘনিষ্ঠ দৃশ্যে মেতেছিলেন বিগ বি। অমিতাভের থেকে জিয়া খান ২৫ বছরের ছোট ছিলেন। বর্তমানে অভিনেত্রী আর আমাদের মধ্যে নেই।

২.নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)

অমিতাভ থেকে নাসিরুদ্দিন, সেই সমস্ত বলি তারকা যারা পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন মেয়ের বয়সী অভিনেত্রীদের সাথে

ডার্টি পিকচার সিনেমায় বিদ্যা বালানের সঙ্গে নাসিরউদ্দিন শাহর বোল্ড দৃশ্য আশাকরি কারোর নজর এড়ায়নি। আর সেই নিয়ে হয়েছিল তুমুল চর্চাও। একাধিক বোল্ড দৃশ্যে নাসিরউদ্দিন শাহ অভিনয় করেছিলেন।

৩.ওম পুরী (Om Puri)

অমিতাভ থেকে নাসিরুদ্দিন, সেই সমস্ত বলি তারকা যারা পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন মেয়ের বয়সী অভিনেত্রীদের সাথে

ডার্টি পলিটিক্স‘ সিনেমায় মল্লিকা শেরাওয়াতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন ওম পুরী।

৪.শক্তি কাপুর (Shakti Kapoor)

অমিতাভ থেকে নাসিরুদ্দিন, সেই সমস্ত বলি তারকা যারা পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন মেয়ের বয়সী অভিনেত্রীদের সাথে

দ্য জার্নি অফ কার্মা‘ সিনেমায় হাঁটুর বয়সী অভিনেত্রী পুনম পান্ডের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা মিলেছিল শক্তি কাপুরের।

৫.অন্নু কাপুর (Annu Kapoor)

অমিতাভ থেকে নাসিরুদ্দিন, সেই সমস্ত বলি তারকা যারা পর্দায় ঘনিষ্ঠ হয়েছেন মেয়ের বয়সী অভিনেত্রীদের সাথে

সাত খুন মাফ‘ ছবিতে বলি তথা হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল অন্নু কাপুরকে।