Entertainment

শাহরুখ থেকে অমিতাভ বচ্চন, মাসে কত টাকা বিদ্যুৎ বিল দেন বলি তারকারা

দিনদিন যেন গ্রীষ্মের দাবদাহ বেড়েই চলেছে। আর এই গরম থেকে মুক্তি মিলছে না কোনোমতেই। তবে, রেহাই পেতে ভরসা শুধু ফ্যান ও এসি। অত্যাধিক গরমের কারণে প্রায়সময়ই অধিকাংশ মানুষের বাড়িতে ফ্যান ও এসি চলছে। যারফলে বিদ্যুৎ বিল বেড়েই চলেছে। আর বিদ্যুতের বিল মেটাতে গিয়ে সাধারণ মানুষের পকেট প্রায় ফাঁকা হওয়ার জোগাড়। কিন্তু তারপরেও কোনো উপায় নেই। বিল মেটাতেই হবে। আর নাহলেই বন্ধ হয়ে যাবে কানেকশন।

তবে, এই সমস্যায় কিন্তু শুধু সাধারণ মানুষ ভুগছেন না ভুগছে বলিউডের নামিদামি তারকারাও। যাদের কিনা বছর ধরে লাখ লাখ টাকার ইলেকট্রিক বিল মেটাতে হয়। কিন্তু সেই তালিকায় কারা আছেন তা জানেন কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক।

১.অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)

এই তালিকায় সবার প্রথমেই রয়েছে বিগ বি অমিতাভ বচ্চনের নাম। মুম্বইয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হল বাংলো ‛জলসা’। যেখানে অমিতাভ বচ্চন সপরিবারে বসবাস করেন। আর এই বাংলোর জন্য প্রতি মাসে ২২ লাখ টাকা ইলেকট্রিক বিল দেন অমিতাভ।

২. শাহরুখ খান (Shahrukh Khan)

বলিউডের কিং খান হলেন শাহরুখ খান। মুম্বই গেছেন অথচ ‛মান্নাত’ দর্শন করেননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। এই বাংলোর সামনে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে থাকেন একবার বাদশাহের দেখা পাবেন বলে। এই বাংলোর জন্য প্রতি মাসে ৪৩ লাখ টাকা ইলেকট্রিক বিল দেন শাহরুখ।

৩.আমির খান (Amir Khan)

মুম্বাইয়ের বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে থাকেন মিস্টার পারফেক্টশনিস্ট। প্রতি মাসে তিনি ৯ লাখ টাকা ইলেকট্রিক বিল দেন।

৪.সালমান খান (Salman Khan)

বলিউডের ভাইজান সালমান বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে মা-বাবার সঙ্গে থাকেন। প্রতি মাসে তিনি ২২ লাখ টাকা ইলেকট্রিক বিল দেন।

৫.দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)

বলিউডের প্রথম সারির অভিনেত্রী হলেন দীপিকা প্রতিমাসে দীপিকাকে ইলেকট্রিক বিল বাবদ ১৩ লাখ টাকা দিতে হয়।

৬. সইফ আলী খান ও করিনা কাপুর (Saif Ali Khan-Kareena Kapoor)

মুম্বাইয়ের বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে থাকেন সইফ ও করিনা। প্রতিমাসে তাদেরকে ইলেকট্রিক বিল বাবদ ৩০ লাখ টাকা দিতে হয়।

তাহলে দেখলেন বি-টাউনের তারকাদের প্রতি মাসের ইলেকট্রিক বিল কত লাখ লাখ টাকা। যা কিনা পশ্চিমবঙ্গের একটি মানুষের কয়েক বছরের ইনকাম।