Entertainment

প্রসেনজিতের কাজে মুগ্ধ অমিতাভ বচ্চন, ‘আয় খুকু আয়’-এর ট্রেলার শেয়ার করে যা লিখলেন বিগ বি

Advertisement
Advertisements

Prosenjit-Amitabh এবার খোদ বিগ বি-র থেকে শুভেচ্ছা পেলেন বুম্বা দা। প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া (Prosenjit-Ditipriya) অভিনীত ছবি ‛আয় খুকু আয়’ মুক্তির আর কিছুদিন বাকি। ফার্স্ট লুক সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে একটা আলাদা রকমের উন্মাদনা কাজ করছিল। এবার এই ছবির দৌলতে নতুন সম্মান যুক্ত হল বুম্বাদার পালকে। আর তার একটাই কারণ। কেননা এই ছবির ট্রেলার শেয়ার করলেন খোদ অমিতাভ বচ্চন।

প্রসেনজিতের কাজে মুগ্ধ অমিতাভ বচ্চন, ‘আয় খুকু আয়’-এর ট্রেলার শেয়ার করে যা লিখলেন বিগ বি

টুইটার হ্যান্ডেলে এই ছবির ট্রেলার শেয়ার করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) লিখেছেন – ‛অল দ্য বেস্ট বুম্বা’। তবে, এটাই প্রথম নয়, এর আগেও বাংলার বহু তারকার কাজের প্রশংসা করেছেন বিগ বি। এমনকি কাজ পছন্দ হলে তাকে আলাদা করে চিঠিও লিখেছেন। আর এবার প্রসেনজিৎ-দিতিপ্রিয়ার ছবির ট্রেলার শেয়ার করলেন অভিনেতা। অমিতাভ ও প্রসেনজিতের মধ্যে সম্পর্ক যে বেশ ভালো তা সকলেই জানেন।

এই ছবিতে প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee) একজন সাদামাটা নিপাট ভালো মানুষের চরিত্রে দেখা যাবে। যাকে দেখে আপনার গ্রাম বাংলার কোনো এক দরিদ্র ঘরেরই বাবা মনে হবে। সুপারস্টার প্রসেনজিৎ থেকে যেভাবে তিনি ‛বুড়ি’র বাবা ‛নির্মল’ হয়ে উঠেছেন তা সত্যিই অবাক করেছে সকলকে। সিনেমায় বুড়ির চরিত্রে দেখা মিলবে দিতিপ্রিয়ার। আর তার মা অর্থাৎ প্রসেনজিৎ-এর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।

ছবিতে নির্মল বাবু প্রসেনজিতের (Prosenjit Chatterjee) বড় ভক্ত। আর তাই স্টেজে প্রসেনজিত হয়েই মনজয় করেন সকলের। কারণ এটাই তার পেশা। অনেক কষ্টে সে নিজের মেয়েকে বড় করে তুলছে। এসবের মাঝেই মেয়ের সঙ্গে মনোমালিন্যও হয়। তবে, এই গল্পের মোড়কেই আসে নতুন মোড়। খুকুর সঙ্গে ঘটে যায় বড় দুর্ঘটনা। আর তখনই সাদামাটা নির্মল হয়ে ওঠেন ঘোর প্রতিবাদী। যার জীবনের লক্ষ একটাই। তার মেয়ের সঙ্গে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া। আগামী ১৭ই জুন ফাদার্স ডে-র দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। এখন শুধু দেখার পালা বাবা-মেয়ের রসায়ন কতটা মনজয় করতে পারে দর্শকদের।