×
EntertainmentVideoViral Video

পিঠ খোলা পোশাকে উরফি জাভেদ, দেখে রক্তবমি ছুটলো অমিতাভ বচ্চনের! তুমুল ভাইরাল ভিডিও

উরফির (Urfi Javed) পোশাক দেখে এবার রক্তবমি ছুটলো অমিতাভের (Amitabh Bachchan)! ভিডিও দেখে হাসির ফোয়ারা নেটমাধ্যমে। উরফি জাভেদ আর বিতর্ক এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাকে নিয়ে মানুষজনের কৌতূহলের শেষ নেই। পোশাকের কারণে তিনি মাঝেমধ্যেই উঠে আসেন সংবাদের শিরোনামে। এমনকি ট্রোল ও কটাক্ষের শিকারও হন। যদিও তাতে কুচ পরোয়া নেই উরফির।

পিঠ খোলা পোশাকে উরফি জাভেদ, দেখে রক্তবমি ছুটলো অমিতাভ বচ্চনের! তুমুল ভাইরাল ভিডিও -

বলতে গেলে তিনি এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। আর তাইতো তার উপর সদা বিরাজমান লাইমলাইট। পাপারাজ্জিদের সঙ্গে তার ভালোই খাতির। তবে, আবার বেফাঁস মন্তব্য শুনলে তাদের ধুঁয়ে দিতেও কুচ পরোয়া করেননা উরফি। তবে, এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে যা দেখে আর হাসি থামছে না নেটবাসীর। কিন্তু কি এমন ভিডিও সেটি তাই ভাবছেন নিশ্চই?

পিঠ খোলা পোশাকে উরফি জাভেদ, দেখে রক্তবমি ছুটলো অমিতাভ বচ্চনের! তুমুল ভাইরাল ভিডিও -

আসলে দুটি ভিডিওকে এডিট করে এই মজার ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যে, শালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে উরফি। মাথা সাদা ওড়না দিয়ে ঘোমটার মতো করে ঢাকা। তারপরই ‛সূর্যবংশম’ সিনেমার অমিতাভের একটি ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে। যেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে যে, ‛সংস্কারে এই মেয়েটি তোমার থেকেও বড়’।

কিন্তু তারপর? তারপরই উরফি পিছন ঘুরতেই দেখা যায় তার জামার পিঠ কতটা খোলা। আর সেটা দেখে রক্তবমি করতে শুরু করে অমিতাভ বচ্চন। এই ভিডিওটি প্রকাশ্যে আসামাত্রই হু হু করে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তো এই ভিডিও দেখে একপ্রকার হেসে খুন হয়েছেন।