Entertainment

শুটিং সেটে গুরুতর আহত অভিনেতা অমিতাভ বচ্চন! ভাঙলো পাঁজরের কার্টিলেজ

Advertisement
Advertisements

ফের শ্যুটিং চলাকানীল গুরুতর আহত হলেন অমিতাভ (Amitabh Bachchan)। শ্যুটিংয়ের সেটে তার আহত হওয়ার ঘটনা এই প্রথম নয়। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা তাই ভাবছেন নিশ্চই? আসলে হায়দ্রাবাদে তার আগামী ছবির শ্যুটিং করতে গিয়েই ঘটে এমন বিপত্তি। জানা গিয়েছে যে, দুর্ঘটনা এতটাই মারাত্মক যে বিগ বি-র পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে। এদিন অভিনেতা নিজেই টুইটারে পোস্ট করে তার এই অসুস্থতার কথা জানান।

শুটিং সেটে গুরুতর আহত অভিনেতা অমিতাভ বচ্চন! ভাঙলো পাঁজরের কার্টিলেজ

অমিতাভ লিখেছেন যে, ‛হায়দ্রাবাদে প্রজেক্ট কের শ্যুটিং চলাকালীন আঘাত পেয়েছি। ডানদিকের বুকের পাঁজরের মাংস পেশি ছিঁড়ে গিয়েছে। পাঁজরের কার্টিলেজ ভেঙেছে। শ্যুটিং ক্যানসেল করা হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছি। আপাতত বাড়ি ফিরে এসেছি’।

শুটিং সেটে গুরুতর আহত অভিনেতা অমিতাভ বচ্চন! ভাঙলো পাঁজরের কার্টিলেজ

এমনকি অভিনেতা আরও লিখেছেন যে, ‛আমি এখন বিশ্রামে আছি। শুয়ে শুয়েই থাকছি। জরুরি কাজকর্মের জন্য হাঁটাচলা করলেও মূলত শুয়ে আছি। ব্যথা আছে। হাঁটতে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার কিছু ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি’। এর আগেও একবার ৮০-র দশকে ‛কুলি’ ছবির শ্যুটিং করতে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন অভিনেতা। সেইসময়ও তার আঘাত এতটাই গুরুতর ছিল যে অনেকেই ভেবেছিলেন তিনি আর সুস্থ হবেন না।

শুটিং সেটে গুরুতর আহত অভিনেতা অমিতাভ বচ্চন! ভাঙলো পাঁজরের কার্টিলেজ

এমনকি তাকে ক্লিনিক্যালি মৃত বলে ঘোষণা করা হয়েছিল। তবে, ভাগ্যের জোরে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু এবার ৮০ বছরে এসে আঘাত পেলেন তিনি। এই ছবিতে অমিতাভ ছাড়াও দক্ষিণী অভিনেতা প্রভাস ও বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। বর্তমানে সকলেই ‛বিগ বি’-র সুস্থ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন।