স্ত্রী জয়ার কথা শুনে প্রকাশ্য মঞ্চে কেঁদে ফেললেন বিগ বি অমিতাভ বচ্চন, দেখুন ভিডিও

আজ ১১ অক্টোবর। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্মদিন। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। একের পর এক সিনেমা দিয়ে তিনি জয় করেছেন দর্শকদের মন। অনস্ক্রিন বলুন বা অফস্ক্রিন তার রঙিন ও গসিপে ভরা জীবন নিয়ে বারংবারই উঠে আসেন সংবাদের শিরোনামে। আর সেই তালিকায় বাদ যায়নি তার প্রেমের কাহিনীও। এমন লম্বা, হ্যান্ডসাম সুন্দর পুরুষের প্রেমে কেই বা না পড়ে থাকতে পারেন বলুন তো দেখি?
অমিতাভ ও রেখার (Amitabh – Rekha) প্রেম কাহিনী আশাকরি কারোরই অজানা নয়। এমনকি এই জন্য অমিতাভ ও জয়ার (Jaya Bachchan) বৈবাহিক সম্পর্ক ভাঙার কথাও নাকি উঠেছিল। যদিও এরপরেও প্রায় উন পঞ্চাশটি বছর একসঙ্গে কাটিয়ে দিলেন এই জুটি। এমনকি একবার অমিতাভ এও বলেছিলেন যে, জয়া বাড়িতে না থাকলে সেটা সংসার বলে নাকি মনেই হয়না। জয়া ফিরে আসলেই আবারও আগের নিয়মে চলে সংসার।
View this post on Instagram
সম্প্রতি অমিতাভের জন্মদিন উপলক্ষে ‛কৌন বনেগা ক্রোড়পতি’ তে বিশেষ পর্বের প্রোমো সামনে এসেছে। আর যেখানে দেখা যাচ্ছে অতিথি হিসেবে হাজির হয়েছেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বাবার ফিল্মি সংলাপে মাকে স্বাগত জানালেন অভিষেক। এরপরই পুরোনো স্মৃতি চারণে আবেগঘন হয়ে পড়লেন বিগ বি। চোখের জল আটকে রাখতে পারলেন না কিছুতেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই প্রোমো।।
View this post on Instagram
তবে, কিসের কথা মনে করে অমিতাভের চোখে জল এলো? তাহলে কি অতীতের কথা গুলোই তার মনকে নাড়া দিয়েছে? যেদিন শ্বেতা ও অভিষেককে নিয়ে অসহায় অবস্থার মধ্যে দিন কাটালেও হার মানেননি জয়া। বুঝিয়ে দিয়েছিলেন তিনি একজন লড়াকু মহিলা। এমনকি কোনোভাবেই সরে যাননি অমিতাভের কাছ থেকে। সম্প্রতি ওই এপিসোডের প্রোমোই এখন ভাইরাল (Viral) নেট মাধ্যমে।