×
Entertainment

পুত্রবধূ হিসেবে ঐশ্বর্যকে যেকারনে বেছে নিয়েছিলেন অমিতাভ, গোপন তথ্য ফাঁস করলেন জয়া বচ্চন

সম্প্রতি ৪৭ এ পা দিয়েছেন বলিউডের অন্যতম সুন্দরী লেডি ঐশ্বর্য রাই বচ্চন। তবে, তাঁর এই সৌন্দর্যে এখনও ঘায়েল ৮ থেকে ৮০সকলে। অভিনয় থেকে রিয়েল লাইফ সবসময়ই গসিপের শীর্ষে থাকে এই বলি সুন্দরী তথা বচ্চন ঘরনি।

বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর সঙ্গে বি টাউনে একের পর এক অভিনেতার নাম জড়িয়েছে। সব সময়ই পেজ থ্রি র শিরোনামে রয়েছে এই বলি সুন্দরী। তবে, অমিতাভ বচ্চনের কাছে ঐশ্বর্য কেন এত প্রিয় সে কথাই খোলসা করে জানালেন অমিতাভের ঘরণী জয়া বচ্চন।

ADVERTISEMENT

জয়া বচ্চনের একটি ভিডিওতে নিজেই বলেছেন ঐশ্বর্যকে দেখার পর অমিতাভের প্রতিক্রিয়া। আর যেটি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি ভিডিওটিতে জয়া বচ্চন ঐশ্বর্যর সম্পর্কে অনেক প্রশংসাও করেন। তিনি বলেন যে, ঐশ্বর্য যেমন ভালো বৌমা তেমনই একজন ভালো মা।

শ্বশুর এবং শাশুড়িকে শ্রদ্ধাও করেন বলে জানান জয়া। অমিতাভ বচ্চন ঐশ্বর্যকে দেখে ভেবেছিলেন তাঁদের মেয়ে শ্বেতা আবার তাঁদের ঘরে ফিরে আসছেন। তাঁদের মেয়ে শ্বেতা যে জায়গাটা ফাঁকা রেখে গেছিল সেটা পূরণ করবে রাই সুন্দরী। এমনকি শাশুড়ি জয়া বচ্চন জানিয়েছিলেন যে, ঐশ্বর্য খুবই ভালো মনের মানুষ। এমনকি সে অল্প কয়েকদিনের মধ্যেই তাঁদের মেয়ের খালি জায়গা পূরণ করে দিয়েছিল।

এমনকি জয়া জানান, অমিতাভ ঐশ্বর্যকে খুবই ভালো বাসেন এবং স্নেহ করেন। ঐশ্বর্য বাড়িতে আসার পর অমিতাভের চোখ ছলছল করছিল কারণ সে মনে করেছিল তার মেয়ে শ্বেতা আবার ফিরে এসেছে।

জয়া বচ্চনের এই কথা শুনে বোঝাই যায় যে, ঐশ্বর্য বাইরেও যেমন জনপ্রিয় তেমনই শ্বশুর এবং শাশুড়ীর কাছেও বেশ প্রিয়। অভিনয় থেকে সংসার সবেতেই ১০ এ ১০ ঐশ্বর্য।

ADVERTISEMENT

Related Articles