46 বছর বয়সেও উপচে পড়ছে ভরা যৌবন, সাহসিকতার সমস্ত সীমা অতিক্রম করেছেন আমিশা প্যাটেল, দেখুন ভিডিও

‘কাহো না প্যায়ার হ্যায়’ (Kaho Na Pyaar Hai) সিনেমার মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)। এই সুন্দরী নায়িকা প্রচুর সিনেমায় নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। তবে বর্তমানে অভিনয়ে বেশ কিছুটা ব্যাকফুটে আছেন আমিশা। অন্য দিকে তিনি তার রিয়াল লাইফে এখনও সিঙ্গেল। সব মিলিয়ে নিজের একার লাইফ চুটিয়ে এনজয় করেন তিনি। আর সেই খুঁটিনাটি সমস্ত আপডেট নিজের ইনস্টাগ্রামের মাধ্যমে অনুরাগীদের সামনে তুলে ধরেন।
View this post on Instagram
এর আগেও তার বিকিনি ও বোল্ড লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। এবার আরও একবার তাকে স্পেশাল ‘ব্রা লুকে’ দেখা গেল। যেখানে তাকে একটি বুমেরাং ও এমনি ফ্যাশন লুকের ভিডিওর মাধ্যমে দেখা গেল। পরনে তার মাল্টি কালার প্রিন্টের হেল্টার নেক ব্রা। সাথেই রংচঙা প্লাজো ও ওপেন শ্রগ নিয়েছেন তিনি। গলায় তার নাম লেখা হার, খোলা চুল, ন্যুড মেকআপ ও চোখে চশমা দারুন সুন্দর লাগছিলো তাকে। বেশ কয়েকটি আলাদা পোজ ও দিয়েছেন নায়িকা। আমিশার বক্ষ বিভাজকা সম্পূর্ণ স্পষ্ট যা আলাদা উষ্ণতা দান করেছে ভিডিওতে।
View this post on Instagram
জানা যাচ্ছে তিনি কোনো শুট করতে দিল্লী গেছেন। আর কাজের ফাঁকেই সময় বের করে এই ভিডিও বানিয়ে ফেলেছেন অনুরাগীদের জন্য। ৪৬ বছর বয়সেও এইরকম যৌবন যার তারিফে মেতেছেন পুরুষেরা। আমিশা প্যাটেল যে সবসময়ই বোল্ড তা তার ইনস্টাগ্রামে এক ঝলক উঁকি দিলেই দেখা যায়। নেটিজেনরা কমেন্ট করেও তার তারিফ করেছেন। কাজের কথা বলতে গেলে ‘Gadar 2’ সিনেমায় আমিশা প্যাটেলকে পরবর্তীতে অভিনয় করতে দেখা যাবে। সাথেই তার বিপরীতে থাকবেন অভিনেতা Sunny Deol। সিনেমাটি যতদূর ২০২৩ সালে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা আছে।