নতুন বউয়ের গান শুনে রীতিমতো অতিষ্ট গোটা পরিবার, ভাইরাল তৃণার গানের ভিডিও
বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহা। সম্প্রতি স্টার জলসায় অভিনীত ‘খড়কুটো’ সিরিয়ালে গুনগুন চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। টিআরপি র তালিকায় বরাবরই শীর্ষে রয়েছে এই সিরিয়াল। সিরিয়ালের হিরো সৌজন্যের সঙ্গে তাঁর দুস্টু মিষ্টি খুনসুটি সকলেরই বেশ পছন্দ। তবে, এর আগেও স্টার জলসারই আরও দুটি ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ে সবার।
১৯৯৩ সালের ২৭ জুন কলকাতায় জন্ম হয় তার। এরপর ২০১৬ সালে সহ পরিচালক হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় টলিপাড়ায়। কিন্তু, নায়িকা হওয়া যার ভাগ্যে তাঁকে কে আটকায়। রিল থেকে রিয়েল সকলেই জানে নীল-তৃনার বিয়ের কথা। আর খুব শিগগিরই যে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন একথাও কারোর অজানা নয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করবেন বলে জানা গিয়েছে। আর ৯ ফেব্রুয়ারি হবে তাঁদের সঙ্গীত।
তবে, রিয়েল লাইফে বিয়ে সারার আগেও রিল লাইফে এখন তৃণা অর্থাৎ আপনাদের প্রিয় গুনগুনের বিয়ে হয়েছে সিরিয়ালে। আর বিয়ে থেকে বৌভাত এমনকি ফুলশয্যা অবধি গুনগুন যা কান্ড করেছে তা কারোরই অজানা না।
এছাড়া, অভিনয়ের পাশাপাশি তৃনা সোশ্যাল মিডিয়াতেও যে যথেষ্ট পরিমাণে সক্রিয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিত্য নতুন ছবি বলুন বা ভিডিও বা স্লোমো সবেতেই তাক লাগিয়ে দেন দর্শকদের।
আর এই দর্শকরাই বিভিন্ন পেজ এর মাধ্যমে তাঁদের ভালোবাসা প্রকাশ করে। সম্প্রতি “খড়কুটো লাভার্সহ্যান্ড” নামের একটি পেজ “খড়কুটো” সিরিয়ালেরই গুনগুন ও তাঁর শশুরের একটি ভিডিও ক্লিপ তুলে ধরেছে তাঁদের পেজে। আর সেখানে দেখা যাচ্ছে যে, গুনগুন তার শশুরের কাছে বসে গান শিখছে। সারেগামাপা করছে। আর তার গানের গলায় সকলেই রীতিমতো হতবাক। কারোর তো হাত থেকে চা পরে যাওয়ার উপক্রম।
সম্প্রতি সিরিয়ালের এই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।