×
EntertainmentTrendingViral Video

মায়ের মতো দারুন নেচে নেটিজেনদের মন জয় করলো সৌরভ গাঙ্গুলীর মেয়ে, ভাইরাল ভিডিও

বাঙালির গৌরব বাঙালির দাদা বলতে প্রথম আমাদের যার কথা মনে আসে তাহলে সৌরভ গাঙ্গুলী। বাঙ্গালীর ইমোশন হচ্ছে সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের নাম নিলে উঠে আসে দাদার কথা বারবার। দাদা জীবনের সাথে যারা জড়িত তারাও কিন্তু সেলিব্রিটির থেকে কম কিছু নয়। সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী এবং স্ত্রী ডোনা গাঙ্গুলী না শুধুমাত্র দাদার জন্য এত লাইমলাইটে আসে না এরা দুজনেই কিন্তু প্রখ্যাত ওডিসি নৃত্য শিল্পী। ক্রিকেট দুনিয়ায় সৌরভ গাঙ্গুলী একজন প্রাক্তন ভারতের অধিনায়ক এবং বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট।

ওডিসি ডান্স কিন্তু ভীষণ কঠিন। এবং ডান্সে একদম পারদর্শী হয়ে উঠেছেন সৌরভ কন্যা সানা গাঙ্গুলী। সানার একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়ে পড়েন এর দুনিয়ায় যা দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। যদিও নাচের যে ভিডিওটি দেখা যাচ্ছে সেখানে সানা গঙ্গুলি বেশ ছোট তখন। তবে সেই বয়সেই সে নাচেতে বেশ পারদর্শী হয়ে উঠেছে।

ADVERTISEMENT

সানা গাঙ্গুলির মা ডোনা গাঙ্গুলী এই নাচের বিষয়ে ভীষণ পারদর্শী হলেও সানার জন্য আলাদা গুরু রয়েছে, সানা তার কাছ থেকেই তালিম নেন। সানা ওড়িশি নৃত্য শিল্পী গুরু কেলুচরণ মহাপাত্র কাছ থেকে নাচের তালিম নেয়। তার একটি ডান্স ট্রুপ দীক্ষা মাঞ্জারী ও আছে।

সানার নাচের সেই ভিডিওটি প্রিন্স অফ ক্যালকাটা নামক একটি ফেসবুক পেজে প্রথমে পোস্ট করা হয়, আর সেখান থেকেই ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে এই ভিডিও। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের শোনা যায় একটি বলিউড হিন্দি সং, তবে ডান্স দেখে বোঝাই যাচ্ছে এটি কোন বসন্তকালের নাচ। বসন্তকালে উৎসবের জন্যই শিল্পী এই নাচ প্রদর্শন করেছিলেন। এর মধ্যে 30 হাজার মানুষ ভিডিওটির কমেন্ট বক্সে নিজেদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। প্রশংসার বন্যা বয়ে চলেছে তার পর থেকে।

ADVERTISEMENT

Related Articles