Allu Arjun : ১০০ কোটির বাড়ির পাশাপাশি রয়েছে ৭ কোটির ভ্যান! আল্লু অর্জুনের সম্পত্তির পরিমাণ শুনে লজ্জা পাবে আম্বানিও

আজ অর্থাৎ ৮ই এপ্রিল দক্ষিণের অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) ৪১ তম জন্মদিন। আর গতকালই ‘পুষ্পা দ্যা রুল’ নতুন টিজার ও ব্যানার সামনে এসেছে। আল্লু অর্জুনের লুক দেখে কার্যত চমকে গেছেন সকলে। তিনি এখন সম্পূর্ণ দেশের মানুষের কাছে প্রথম পছন্দের অভিনেতা। আর অভিনেতাদের বারবারন্ত মানেই তাঁদের সম্পত্তির পরিমান বেড়ে উঠবে কয়েকগুন। আল্লু অর্জুন প্রথম থেকেই নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য চর্চায় থাকে। সে কারণেই ২০২৩ সালে দাঁড়িয়ে অভিনেতার বাড়ি, গাড়ি ও মোট সম্পত্তির পরিমান জানলে বড়ো বড়ো ব্যবসায়ীরাও লজ্জায় পরে যাবেন।
১) বাড়ি – হায়দ্রাবাদে ২ একর জমির উপর ৮০০০ স্কোয়ার ফুটের তৈরী বিলাসবহুল বাড়িটির মূল্য ১০০ কোটি টাকা। সম্পূর্ণ পরিবার নিয়ে তিনি সেখানেই বাস করেন।
২) গাড়ি – ২.৫০ কোটি টাকার Range Rover Vogue থেকে ১.২০ কোটি টাকা দামের Jaguar XJ আছে তার গ্যারাজে। শুধু তাই নয় ১.৫ কোটির Volvo XC90 T8 Excellence, ৯২ লাখের BMW X6 M Sport, ৮০ লক্ষ টাকার BMW X5, ৮৬ লক্ষ টাকার Audi A7 এসব গাড়ি আছে তার কাছে। তবে দেশের সব অভিনেতাদের ছাপিয়ে তার নিজস্ব ৭ কোটি টাকার ভ্যানিটি ভ্যান আছে যা শুটিং চলাকালীন ব্যবহার করেন তিনি।
৩) ব্র্যান্ড এন্ডর্সমেন্ট – বর্তমানে Parle Agro Frooti, Red Bus, Colgate Max Fresh, Lot Mobile এর সাথে ব্র্যান্ড এন্ডর্সমেন্ট আছে আল্লু অর্জুনের (Allu Arjun)। সেখান থেকে তিনি প্রতি ব্র্যান্ড পিছু ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বিজ্ঞাপনের জন্য আলাদা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।
View this post on Instagram
৪) পারিশ্রমিক – আল্লু অর্জুনের শেষ সিনেমা ‘পুষ্পা’ করার জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তার হিন্দি ডেবিউ হতে চলেছে পরিচালক Sandeep Reddy Vanga হাত ধরে। তার থেকে নাকি আল্লু অর্জুন (Allu Arjun) ১২৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
Allu Arjun Net Worth 2023
৫) মোট সম্পত্তি – ২০২৩ সালে দাঁড়িয়ে আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমান ৪৭ মিলিয়ন অর্থাৎ ৩৭০ কোটি টাকা।