Neel-Trina: বিয়ের দুবছরের মধ্যে নীল-তৃণার সম্পর্কে ফাটল! তুমুল গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়

ফের চর্চায় নীল-তৃনার (Neel-Trina) দাম্পত্য! বেশ কয়েকদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে নেটমাধ্যমে। টলিপাড়ায় কান পাতলে শোনা যায় যে, নীল-তৃনার সংসারে নাকি চিড় ধরেছে। তারা হলেন টলিপাড়ার লাভ বার্ডস। ভালোবেসে অনুরাগীরা তাদের ‛ত্রিনীল’ বলেই ডাকেন। কিন্তু কথা হল হঠাৎ করে কি হল তাদের সংসারে যে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
গুঞ্জনের সূত্রপাত হয়েছিল তৃনার জন্মদিনের দিন। তৃনার জন্মদিনে দেখা যায়নি নীলকে। যদিও এই বিষয়ে নীল বলেছেন যে, ‛সোশ্যালে আমি ওর জন্মদিনের ছবি পোস্ট করেছি। তবে সেটা ওর আগের ছবি। তাই হয়তো কারোর চোখে পড়েনি। সবসময় সবকিছু তো আর পাবলিক করা যায়না। আর তৃনার শরীরটাও খুব একটা ভালো ছিল না। ও একটু বেশি ডায়েট করে তো। তাই লো প্রেশার হয়ে গিয়েছিল’।
তবে, সেই আগুনে ঘি পড়লো বুধবার। কেননা সেদিন রিলিজ করেছে ‛পাঠান’। শাহরুখ খানের পাগল ভক্ত তৃনা। কিন্তু অসুস্থ থাকার কারণে এদিন বাদশার ছবি দেখতে যেতে পারেননি অভিনেত্রী। আর এই বিষয়ে তৃনা বলেছেন যে, ‛উত্তেজিত ছিলাম। তবে, উত্তেজনা আর দেখাতে পারলাম কই?’। তবে, তৃনা না যেতে পারলেও নীল কিন্তু তার বন্ধুদের নিয়ে পাঠান দেখে এসেছেন।
আর সেই থেকেই নেটিজেনদের প্রশ্ন স্ত্রী অসুস্থ থাকা সত্ত্বেও কি করে নীল সিনেমা দেখতে চলে গেলেন। তাহলে কি যা রটে তার কিছু তো বটে! এমনকি অনেকদিন একসঙ্গে এই দুই তারকার কোনো পোস্টও চোখে পড়েনি নেটিজেনদের। সবমিলিয়ে এখন তুমুল চর্চার মুখে নীল-তৃনার সম্পর্ক।