Entertainment

আলিয়া নাজের ঘাম ঝরানো ওয়েব সিরিজ ‘Fevicool’, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

Advertisement
Advertisements

Web Series: প্রাইমশট (Primeshot) অ্যাপের মাধ্যমে আবারো সামনে আসলো নতুন এক অ্যাডাল্ট সিরিজ। আগেও বিভিন্ন ঘাম ঝরানো সিরিজ দেখা গেছে এই অ্যাপের মাধ্যমে। নতুনত্ব গল্পের সাথেই এই সিরিজের গল্প দেখে ঘাম ঝরবে দর্শকদের। প্রাইমশট বেশ কিছুদিন ধরে পর পর দুর্দান্ত সিরিজের অংশ নিয়ে হাজির হচ্ছিলো। ‘মালকিন ভাবি’, ‘কাম পুরুষ’, ‘লেডি ডক্টর’ সিরিজের পরে প্রাইমপ্লে অ্যাপের মাধ্যমে রিলিজ করেছে ‘ফেভিকল’ (Fevicool) সিরিজ।

সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আলিয়া নাজ (Aliya Naaz)। ট্রেলারেই বেশ কিছু দুর্দান্ত হট ও খোলামেলা সিনের দেখা মিলেছে। তার থেকেই স্পষ্ট কতটা ঘাম ঝরানো হবে এই সিরিজ। এমনিতেই সিরিজের গল্প যেন যৌনতার কথাই বলতে চাইছে তা স্পষ্ট। তবে জেনে রাখুন এই সিরিজ কিন্তু বিনামূল্যে দেখতে পাবেন না। নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।

আলিয়া নাজের ঘাম ঝরানো ওয়েব সিরিজ ‘Fevicool', ভুলেও পরিবারের সামনে দেখবেন না

সিরিজের গল্প খুবই সুন্দর। এক ব্যক্তি যে তার নিজের স্ত্রীয়ের সাথে সুন্দর সময় কাটাচ্ছিলো। তবে একসময় তার ভাই তাদের বাড়িতে আসে। তার ভাই, নিজের দাদার বউ অর্থাৎ বৌদিকে নিজের করে পেতে চায়। শারীরিক সম্পর্ক তৈরী হয় তাদের। দেওরের সাথে সবধরণের সেক্সচুয়াল ডিজায়ার ফুলফিল করতে পারে সে। তার পরের গল্প জানতে হলে তো আপনাদের দেখতে হবে ‘ফেবিকল’ ওয়েব সিরিজ।

তবে তার আগে প্রাইমশট অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে। আলিয়ার শরীরী দাপটে হুঁশ খোয়াবেন আপনি। তিনটি এপিসোডের এই সিরিজ গত ১৯সে এপ্রিল প্রাইমশট অ্যাপের মাধ্যমে রিলিজ করেছে। সম্পূর্ণ হিন্দি ভাষায় আপনারা দেখতে পাবেন। শুনে নিশ্চয়ই এখনই দেখতে ইচ্ছা করছে আপনার। তাই আর দেরি করবেন না তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে দেখে ফেলুন।