লজ্জার সীমা ছাড়িয়ে ছাত্রের সঙ্গে চরম ঘনিষ্ঠ শিক্ষিকা, ভুল করেও পরিবারের সামনে দেখবেন না এই সিরিজ

ছোট থেকে শিশুকে তাঁদের অভিভাবকেরা অনেক কিছুতেই না করে। ঠিক তেমনই একটি জিনিস হলো অ্যাডাল্ট ফিল্ম। ছেলে হোক বা মেয়ে সকলেই এই ধরণের সিন সিনারি দেখতে চান। তবে বর্তমান সময়ে সেই অ্যাডাল্ট দৃশ্য যে কোনো সময়ে দেখা যায়। স্মার্ট ফোন ও ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে এই সিরিজ গুলি দর্শক সবসময় দেখতে পারেন। তাহলে আজ আলিয়া নাজ অভিনীত বিখ্যাত একটি সিরিজ সম্পর্কে জানাবো। তবে তার আগে জানিয়ে রাখি শুধুই আলিয়া নয় এই সিরিজে আরও একজন বিখ্যাত নায়িকাকে দেখা গিয়েছিলো।
ওয়েব সিরিজের নাম – মিসেস টিচার পার্ট টু (Mrs Teacher Part 2)
Cast: মুখ্য চরিত্রে সবার পরিচিত আলিয়া নাজ (Aliya Naaz) ও আয়েশা কাপুর (Ayesha Kapoor) অভিনয় করেছে।
Episode – এই সিরিজে ২টি এপিসোড আপনারা দেখতে পাবেন।
কোন প্লাটফর্মে দেখতে পাবেন – এই সিরিজ একমাত্র দেখা যাবে প্রাইমশট অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।
সিরিজের গল্পঃ – সিরিজের এই গল্প তৈরী হয়েছে এক লাস্যময়ী শিক্ষিকাকে নিয়ে। যিনি এক বিদ্যালয়েড় শিক্ষিকা। ক্লাসের এক পড়ুয়া তার উপরে কার্যত দুর্বল হয়ে গেছে। একটি স্কুল বাসে করে তিনি বাড়ি ফিরছেন সেখানেই আলাপ হয় তার সঙ্গে সেই ছাত্রের। ছাত্রের এক বান্ধবী রয়েছে, আর সেই বান্ধবী আয়েশা কাপুর। কিন্তু সেই বান্ধবীর সঙ্গে তাকে থাকতে দেখে আলিয়া নাজ একেবারে সহ্য করতে পারেন না। সে একদিন ছাত্রের সঙ্গে সেই বান্ধবীর একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করে। তারপরেই ছাত্রের সঙ্গে বাসের মধ্যে সর্বসুখ ভোগ করেন। মাখোমাখো সম্পর্ক তৈরি হয় অসাধারণ আলিয়া নাজের। কি হবে তারপরে তা জানতে পারবেন এই সিরিজের মধ্যে দিয়ে।
রিলিজ তারিখ – গত ২০২২ সালের ২৫সে অগাস্ট এই সিরিজটি রিলিজ করছে।
ভাষা – হিন্দি ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ করেছে যা সকলে দেখতে পারেন।
কিভাবে দেখবেন – নিজের স্মার্ট ফোনে ডাউনলোড করে নিন প্রাইম শট অ্যাপ। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন। কোনোরকম ফ্রি ওয়েবসিরিজ কিন্তু এই প্লাটফর্ম নেই। তাই টাকা দিয়ে পুরোপুরি তৈরী থাকুন।