Advertisement
Entertainment

আলিয়া থেকে মালাইকা, বলিউডের এই অভিনেত্রীদের সৌন্দর্যের রহস্য দই-ভাত

Advertisement
Advertisements

বয়স বাড়লেও সেলেব্রেটিরা চান যৌবন ধরে রাখতে। মুখে ও শরীরে যেন কোনো প্রকারেই বয়সের ছাপ না আসে। উপযুক্ত ডায়েট, ওয়ার্কআউট ও মন খোলা হাসি এই তিনটি জিনিস একত্র করলেই একটি মানুষ সারাজীবন সুন্দর থাকতে পারে। তবে জানেন বলিউড থেকে দক্ষিনী নায়িকা সবাই লাঞ্চ কিংবা সারাদিনের খাবারের মধ্যে দই-ভাত অবশ্যই রাখেন।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

Advertisements

অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt), মালাইকা আরোরা (Malaika Arora), রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) এমন অনেক প্রথম সারির নায়িকারাই খাদ্য তালিকাতে দই-ভাত রাখেন। দই-ভাত যেমন স্বাস্থ্যকর ও তার সাথেই খেতে ভালো। যে কারণে তারা এত সুন্দর থাকে সবসময়। দই-ভাতে থাকে প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার। পেটের কোনো সমস্যা হতে দেয় না ও শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

মালাইকা নিয়মিত শরীর চর্চা তো করেনই, তারই পাশাপাশি রোজকারের খাদ্য তালিকায় দই-ভাত রাখেন। একই বক্তব্য আলিয়া ও রকুলপ্রীত সহ সমস্ত নায়িকাদের। দক্ষিনী তারকারা আবার দই ভাতের জায়গায় তেঁতুল ভাত বা সাম্বার ভাত খান। সারাদিন শরীর ঠান্ডা ও চনমনে ভাব রাখতে সাহায্য করে।

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

তবে অনেক সেলেব্রেটি আবার এই সুন্দর জিনিষটি পছন্দ করেন না। দই সবার হজম নাও হতে পারে। তাই অনেকেই এড়িয়ে যান দই-ভাত। দইতে প্রচুর গুনাগুন আছে। শরীরের ভেতরে ও বাইরে দুই দিকেই দই ব্যবহার করা যায়। তাই আপনারাও যদি আলিয়া-মালাইকা-রকুলদের মতো সারাজীবন সুন্দর থাকতে চান অবশ্যই আজ থেকেই দই-ভাত খাওয়ার অভ্যাস করুন।