কেউ ক্লাস সিক্স তো কেউ মাধ্যমিক পাশ! দুর্দান্ত অভিনয় করলেও পড়াশোনায় লবডঙ্কা এই ৫ তারকা

বলিউড জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর জীবন। শোবিজ এই দুনিয়া সকলের কাছেই বেশ ঈর্ষনীয়। বহু অভিনেতা-অভিনেত্রী যারা কিনা খুব কম বয়সে এমনকি কম সময়ের মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্দরে। প্রত্যেকেই নিজের কেরিয়ারে বেশ সফল। তাদের রয়েছে আলাদা রকমেরই খ্যাতি। তবে জানেন কি আপনাদের এই পছন্দের তারকাদের শিক্ষাগত যোগ্যতা কি? চলুন তবে আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক।
১.করিশ্মা কাপুর (Karishma Kapoor)
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুর খুব ছোট বয়সেই পা রেখেছিলেন অভিনয় জগতে। অনেকেই অবাক হবেন এটা শুনলে যে করিশ্মা নাকি অভিনয়ের কারণে ক্লাস সিক্সে থাকতেই পড়াশোনা ছেড়ে দেন। যদিও বিষয়টি নিয়ে কোনো দিনই মুখ খোলেননি অভিনেত্রী। এমনকি অফিসিয়াল কোনো তথ্যও নেই।
২.আলিয়া ভাট (Alia Bhatt)
কাপুর পরিবারের নতুন সদস্য আলিয়া মুম্বাইয়ের একটি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। এরপর আর পড়াশোনার ধারে কাছে এগোননি। একেবারে সরাসরি অভিনয় জগতে পা রাখেন।
৩.অর্জুন কাপুর (Arjun Kapoor)
বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর নাকি ক্লাস টুয়েলভও পাশ করেননি।
৪.আমির খান (Aamir Khan)
বলিউডের ‛মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে যাকে একনামে সবাই চেনেন তিনি হলেন আমির খান। তিনি মুম্বইয়ের নরসি মঞ্জি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু এরপর অভিনয় কেরিয়ারে স্বপ্নপূরণের জন্য তিনি আর কলেজের পথে এগোননি।
৫.ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)
বলিপাড়ার জনপ্রিয় এই অভিনেত্রী সেইভাবে নাকি পড়াশোনায় করেননি । যেহেতু ক্যাটরিনার বাবা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন তাই তাকে বাবার কাজের সুবাদে বিভিন্ন দেশে ঘুরতে হতো। এই করেই তার আর স্কুলে যেয়ে ওঠা হয়নি। তবে, তার ও তার বোনদের শিক্ষার জন্য হোম টিউটর নিয়োগ করেছিলেন।