Mahesh-Alia: মাত্র ৫০০ টাকার জন্য মহেশ ভাটের এই কাজ করতেন আলিয়া! ফাঁস গোপন তথ্য

Mahesh Bhatt-Alia Bhatt অন্য সেলেব্রেটিদের তুলনায় আলিয়া ভাট (Alia Bhatt) অনেক আগেই বিয়ে করে নিয়েছেন। কারণ নায়িকাদের বিয়ের গতি দেখলে সবাই ৩০ পার করে তবেই বিয়ের পিঁড়িতে পা দিয়েছেন। আর বিয়ের খবরের আগুন নেভা মাত্রই আবারও ধোঁয়া পাওয়া গেছে তার প্রেগনেন্সির খবরে। আলিয়া ভাট ও রণবীর কাপুর (Ranbir Kapoor) হতে চলেছেন মা-বাবা। খুশির এই খবরের মধ্যেই আলিয়ার বাবা মহেশ ভাটের উক্তিতে আবারও শিরোনামে বাবা ও মেয়ে।
অবশ্য মহেশ ভাটের জন্য এই ‘বিতর্ক’ শব্দটি নতুন কিছু নয়। এবার আবার মহেশ ভাটের ছোট মেয়ের আলিয়াকে নিয়ে একটি মন্তব্যের কারণে ভাইরাল হয়েছেন। তিনি বলেছেন, ‘ছোটবেলায় আলিয়া মাত্র ৫০০ টাকা নিতো আর তার বদলে একটা কাজটা আমার করে দিতো’। কি সেই কাজ তা জানার জন্যই কার্যত রহস্য ঘণিভূত হয়েছে নেটিজেন মহলে।
না না এত চিন্তা করার কারণ নেই। আর পাঁচজন বাবার মতোই মহেশ ভাটও আলিয়াকে খুব সাধারণ ভাবেই বড় করে তুলেছে। মেয়েরা ছোটবেলায় বাবার গা, হাত ও পা টিপে দেয়। আলিয়া ও ছোট থাকতে তার বাবার গা-হাত-পা টিপে দিতো যার বদলে সে বাবার থেকে ৫০০ টাকা নিত। আর এই কথা বলা মাত্রই ইন্টারনেটে তুমুল চর্চা শুরু হয়েছে। আলিয়া ও রণবীরকে এবার একসাথে দেখা যাবে ‘Bramhastra’ সিনেমায়। যা ৯ই সেপ্টেম্বর বড় পর্দায় রিলিজ করবে।