EntertainmentVideoViral Video

বন্ধ ঘরে খাটের উপর রোমান্টিক মুডে অক্ষরা, দেখে ঘুম উড়েছে অনুগামীদের, রইল ভিডিও

Advertisement

কথায় আছে পৃথিবীতে ভগবানের সবথেকে অপরূপ সৃষ্টি নারী। নিপুন ভাবে সময় নিয়ে ভগবান নারীদের সৃষ্টি করেছেন। তবে যদি সে কথাই সত্য হয় তাহলে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh) তার জ্বলজ্যান্ত প্রমান। দীর্ঘদিন যাবৎ তিনি ভোজপুরি ভাষায় অভিনয় করে যাচ্ছেন। বিভিন্ন সিনে দেখা গেছে হট ও লাস্যময়ী অভিনয়ে। তবে এবার কার্যত অক্ষরার একটি সোলো বা একা ভিডিও ভাইরাল (Viral) হয়েছে।

বন্ধ ঘরে খাটের উপর রোমান্টিক মুডে অক্ষরা, দেখে ঘুম উড়েছে অনুগামীদের, রইল ভিডিও

ভিডিওতে অক্ষরাকে খাটের মধ্যে একা দাপাদাপি করতে দেখা গেল। কার্যত সেই মুহুর্ত দেখলে আপনি উঠে দাঁড়াতে বাধ্য হবেন। খাটের মধ্যে শুয়ে তিনি যে ধরণের এক্সপ্রেশন দিয়েছে তা সত্যি খুব আশ্চর্যকর। নায়িকা এবার এক চিলতে কাপড়ে নিজের শরীর মুড়িয়ে রেখেছিল সেটাও বারংবার উঠে গেছে। মারাত্মক রোমান্স দেখে নিজেকে কিভাবে সামলাবেন সেটাই ভাবার।

তবে এই ছোট ভিডিওটি আদতে সিনেমার একটি গানের অংশ। ‘খোলা ইয়ে রাজাজি ব্লাউজ’ গানের মধ্যে দেখা গিয়েছিলো এই সিন্। যা কার্যত ‘প্রতিজ্ঞা ২’ সিনেমার মধ্যে আছে। এই গানে অক্ষরার সাথে ছিলেন অনিল সম্রাট। গানটি গেয়েছিলেন বিখ্যাত গায়িকা ইন্দু সোনালী। ভাইরাল ভিডিওতে না থাকলেও গানটিতে কিন্তু অক্ষরা ও অনিল সম্রাট চুটিয়ে প্রেম করেছিলেন।

Worldwide Records Bhojouri’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ৭ বছর আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৫.৫ কোটি মানুষ দেখে নিয়েছেন সেই ভিডিও। সাথেই অক্ষরার উদ্দেশ্যে সকলেই প্রশংসার ঝড় তুলেছেন। যেমন গরম করেছেন তার শরীরের ফলে তা কার্যত সবার থেকে অন্যরকম। কয়েক সেকেন্ডের এই ভিডিও দেখলেই রাত হয়ে উঠবে সুন্দর তা বলার অপেক্ষা রাখে না।