EntertainmentVideoViral Video

বন্ধ ঘরে হটেস্ট অক্ষরাকে কোলে তুলে উষ্ণ রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

আবারো ভাইরাল হলো একটি ভোজপুরি রসে ভরা ভিডিও। পবন সিং (Pawan Singh) ও অক্ষরা সিং (Akshara Singh)-এর জুটি কার্যত কাঁপাচ্ছে ইন্টারনেট। রসে ভরপুর এই নির্লজ্জতার ভিডিও দেখলে নিজেকে ধরে রাখা খুবই কষ্টকর হবে। পাঁচ বছর আগের গান কাঁপাচ্ছে এখন ইন্টারনেট। একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। অন্যজন পুরুষের মনে ঝড় তোলা অভিনেত্রী। ভোজপুরি সুপারহিট সিনেমা ‘পবন রাজা (Pawan Raja) -র ‘লালাইয়া চুষা রাজা জি’ (Lalaiya Chusha Raja Ji) গান হয়ে উঠেছে চরম ভাইরাল (Viral)।

বন্ধ ঘরে হটেস্ট অক্ষরাকে কোলে তুলে উষ্ণ রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

বন্ধ ঘরের মধ্যে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছেন নায়িকা। মেঝেতে শুয়ে পরে পবন অক্ষরার উপরে ঝাঁপিয়েছেন। তিনিও কিছু কম যান না। নিজের যৌবন উজাড় করে দিয়েছেন পবনের সামনে। অভিনেত্রীর সাথে কার্যত যৌবন খেলায় জুড়েছে পবন সিং। নীল রঙের পাতলা স্কার্ট ও সোনালী রঙে ছোট ব্লাউজে দেখা গেছে অক্ষরাকে। অন্যদিকে পবনের পোশাক টি-শার্ট ও জিন্স।

বন্ধ ঘরে হটেস্ট অক্ষরাকে কোলে তুলে উষ্ণ রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

নায়িকাকে নিজের শরীরের মধ্যে জড়িয়ে ধরলেন নায়ক। কোনোমতেই সে এই মুহুর্ত থেকে নিজেকে ছাড়তে চায় না। ‘Wave Music Bhojpuri‘ নামের ইউটিউব (Youtube) চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও। ৫ বছরের মধ্যে ৮ কোটির বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। দুর্দান্ত এই গানটি গেয়েছিলেন গায়িকা প্রিয়াঙ্কা সিং ও পবন সিং।

অন ক্যামেরায় ঠোঁটের উপর ঠোঁট রেখে চুম্বন দিতে কোনো সমস্যা হয়নি তাদের। অন্য গান গুলির থেকে যে এই ভিডিও কয়েক গুন বেশি উষ্ণতায় ভরপুর তা দেখলেই বুঝতে পারবেন। লক্ষ লক্ষ লাইক ও হাজার হাজার কমেন্ট এসেছে নেটিজেনদের। অক্ষরাও যে নিজের যৌবন উজাড় করে দিয়েছেন পবন সিংকে তা বলার দরকার হবে না। এর আগেও অক্ষরাকে দেখা গেছে বহু রোমান্টিক ভিডিওতে। তাই হাতে সময় থাকলে অন্য ভিডিও গুলিও দেখতে পারেন।