EntertainmentVideoViral Video

‘ভোজপুরি কুইন’ অক্ষরা সিংয়ের সঙ্গে ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত জুটি পবন সিং (Pawan Singh) এবং অক্ষরা সিং (Akshara Singh)। তাঁদের মন ভোলানো রোমান্স দেখলে নিজেকে কোনোমতে সামলানো যায় না। ভোজপুরি অভিনেতা ও অভিনেত্রীরা তাদের রোম্যান্সর জন্য বরাবরই বিখ্যাত। আর এই মুহূর্তের অক্ষরা সিং দেশীয় সিনেমায় এক বিশেষ নাম। অন-স্ক্রিন দম্পতিদের মধ্যে পবন সিং এবং অক্ষরা সিং-এর কিন্তু বিশেষ নাম আছে।

'ভোজপুরি কুইন' অক্ষরা সিংয়ের সঙ্গে ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

তেমনই ‘ত্রিদেব’ (Tridev) সিনেমার ‘ওঠলালি মে রটি বর কে’ (Othlali Me Roti Bor Ke) গান ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। এক ঘরে বন্ধ হয়ে এই জুটি কার্যত ঘাম ঝরিয়েছে। সাথেই বাড়তি পাওনা অক্ষরার হট ফিগারের নাচ। যা পবনের সাথে সাথে সকল পুরুষদের কাবু করেছে।

'ভোজপুরি কুইন' অক্ষরা সিংয়ের সঙ্গে ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভিডিও দেখে উত্তেজিত দর্শকরা

তারা রোম্যান্সে পাগল করে তুলেছেন দর্শকদের। এই গানে অক্ষরা সিং একটি সবুজ হট প্যান্ট, অন্তর্বাস ও তার উপরে পাতলা ফিনফিনে একটি শার্ট পরেছেন। ভিডিওতে এমন কিছু সিন রয়েছে যা টেক্কা দেবে অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলোকেও। অক্ষরার যৌবন যেন সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছেন পবন সিং। বন্ধ ঘরের মধ্যে যৌবনের এই উদ্দাম খেলা দেখতে মরিয়া হয়ে উঠেছেন দর্শক বৃন্দ।

৬ বছর আগে ‘Wave Music’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৩৩ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই কার্যত সকলে এই ভিডিওর প্রশংসায় মেতেছেন। অক্ষরার ফিগার থেকে হট এক্সপ্রেশন সবকিছুর তারিফ করেছেন সাধারণ দর্শক। এই ভিডিও দেখে আপনার কতটা ঘাম ঝরবে? জানাতে ভুলবেন না।