ঘরের ভিতর ভোজপুরি ডিভা অক্ষরা সিংয়ের সাথে তুমুল রোমান্সে মাতলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত জুটি খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) এবং অক্ষরা সিং (Akshara Singh)। তাঁদের মন ভোলানো রোমান্স দেখলে নিজেকে সামলানো মুশকিল হয়ে যায়। ভোজপুরি সিনেমা গুলি এমনি হয় খুবই রোমান্টিক। তাই দেশের মানুষ বেশ উপভোগ করেন তাদের গান থেকে সিনেমার হট সিন্। অন-স্ক্রিন দম্পতিদের মধ্যে খেসারি লাল এবং অক্ষরা সিং কিন্তু বিশেষ জুটি হিসাবে নাম আছে।
তেমনই ‘বেতাব’ (Betab) সিনেমার ‘আগ লাগে না রাজা (Aag Lage Na Raja) গানটি ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। এক ঘরে বন্ধ হয়ে এই জুটি কার্যত ঘাম ঝরিয়েছে। সাথেই বাড়তি পাওনা অক্ষরার হট ফিগার যা খেসারির সাথে সাথে সকল পুরুষদের কাবু করেছে। গানের শুরুতেই লাস্যময়ী লুকে হাজির হলেন অক্ষরা সিং।
তাদের রোম্যান্সে পাগল করে তুলেছে দর্শকদের। এই গানে অক্ষরা সিং একটি লাল রঙে শাড়ি ও একই ব্লাউজে দেখা গেল। ভিডিওতে এমন কিছু সিন রয়েছে যা টেক্কা দেবে অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলোকেও। অক্ষরার যৌবন যেন সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছেন খেসারি লাল। বন্ধ ঘরের মধ্যে যৌবনের এই উদ্দাম খেলা দেখতে মরিয়া হয়ে উঠেছেন দর্শক বৃন্দ।
৩ বছর আগে ‘Aarya Digital‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ২.৯ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই কার্যত সকলে এই ভিডিওর প্রশংসায় মেতেছেন। অক্ষরার ফিগার থেকে হট এক্সপ্রেশন সবকিছুর তারিফ করেছেন সাধারণ দর্শক। এই ভিডিও দেখে আপনার কতটা ঘাম ঝরবে তা অবশ্যই জানাবেন।