Bhojpuri Video : বন্ধ ঘরে অক্ষরা সিংয়ের সাথে তুমুল রোমান্স দীনেশ লাল যাদবের, ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে গোটা দেশের নজর কাড়ছে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি। সাহসী দৃশ্যে ভরপুর গান গুলি দর্শকদের বেশি আকর্ষণ করে। সোশ্যাল মিডিয়াতে (Social Media) এক সে এক ভিডিও গান ভাইরাল (Viral) হয় প্রতিদিন। তবে তার মধ্যে অবশ্যই থাকেন নিরাহুয়া। আপনারা অবশ্য চেনেন দীনেশ লাল যাদব (Dinesh Lal yadav) নামেই। এবার এমনই একটি ভোজপুরী গানের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া এই গানে অক্ষরা সিং (Akshara Singh) ও দীনেশ লাল যাদবকে (Dinesh Lal Yadav) দেখা গিয়েছে। একসাথে এই জুটি কার্যত রোমান্স দেখিয়েছেন। ‘তু পালট যাইবা’ (Tu Palat Jaiba) গানে শুরুতেই রোমান্সে মত্ত হয়েছেন দুজনে। আশ্চর্যভাবে অক্ষরা এই গানে সালোয়ার কামিজে ধরা দিয়েছেন। তবে ভিডিওর পরতে পরতে রয়েছে যৌনতা ভরা দৃশ্য।
অন্যদিকে নিরাহুয়া পরেছে ডেনিম ও শার্ট। বন্ধ ঘরের মধ্যে অক্ষরাকে নিজের করে নিলেন নিরাহুয়া। কখনো শরীরের গোপন স্থানে আলতো স্পর্শ করেছেন। যার ফলে অক্ষরার এক্সপ্রেশন ছিল দেখার মতো। আবার কখনো নিরাহুয়া তার শরীরে বসিয়েছেন আদুরে চুম্বন। সব মিলিয়ে যেন নায়িকাকে উত্তেজিত করে তুলছেন নায়ক। গানের মধ্যের যে সংবেদনশীলতা আছে তা সবার সামনে না দেখলেই ভালো।
‘SRK MUSIC‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ৭ মাসের মধ্যে ৯.৯ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে। ‘জান লেবু কা’ (Jaan Lebu Ka) সিনেমার গান হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। ছবির এই গানটি গেয়েছেন অক্ষরা সিং ও ওম ঝাঁ। বর্তমানে ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে এই ভোজপুরী গানের ভিডিও। তাই আপনিও চটপট ভিডিওটি দেখে উপভোগ করুন।