EntertainmentVideoViral Video

ভোজপুরি কুইন অক্ষরা সিংয়ের সঙ্গে বিছানায় ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না

Advertisement

Bhojpuri Romance Video: ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh) সম্পর্কে যতই বলা যায় কম হবে। দীর্ঘদিন যাবৎ তিনি ভোজপুরি, হিন্দি বাংলা সহ বিভিন্ন ভাষায় অভিনয় করে যাচ্ছেন। সাথেই তার সাথে বহু সিনেমায় দেখা গেছে অভিনেতা পবন সিং (Pawan Singh) -কে। এবারও কিন্তু এই জুটির দুর্দান্ত উষ্ণতায় পরিপূর্ণ একটি গান ভাইরাল (Viral) হয়েছে। সিনেমার নাম ‘পবন রাজা’ (Pawan Raja) ও গানের নাম ‘ভার যাতা ধদি মে পাসিনা’।

ভোজপুরি কুইন অক্ষরা সিংয়ের সঙ্গে বিছানায় ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না

গানের মধ্যেই বিশেষ রোমান্টিক মুহূর্ত আছে যা আপনাদের প্রতিবেদনে বলবো। ভিডিওর শুরুতেই এক খাটে উপস্থিত অক্ষরা ও পবন সিং। কার্যত এক খাটে শুরু করলেন দুজনে শরীরের রোমান্স। নায়িকা এক চিলতে কাপড়ে নিজের শরীর মুড়িয়ে রেখেছে। দুজনেই বেশ গভীর চুম্বনে নিযুক্ত হয়েছিলেন কয়েকবার। আপনাদের জানিয়ে রাখি এই সিনেমাতেই অভিনয় করেছিলেন আরেক অভিনেত্রী মোনালিসা (Monalisa)।

ভোজপুরি কুইন অক্ষরা সিংয়ের সঙ্গে বিছানায় ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না

রোমান্স পবন ও অক্ষরা কার্যত খাট ভেঙ্গে ফেলার সামিল হয়েছেন। অক্ষরার শরীরী চাহুনি আপনাকেও করে তুলবে উত্তেজিত। ভাইরাল (Viral) এই গানটি গেয়েছিলেন প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh) ও পবন সিং নিজে। ‘Comedy King Bhojpuri’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ১ বছর আগে আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত ১.২ কোটি মানুষ দেখে নিয়েছেন সেই ভিডিও। সাথেই অক্ষরার উদ্দেশ্যে সকলেই প্রশংসার ঝড় তুলেছেন। তার শরীরের যে লাস্যময়ীতা তাতে ডুবেছেন সবাই। পুরোনো এই ভিডিওকে যে সাধারণ মানুষেরাই জীবন্ত করে রেখেছে তা বলার দরকার হবে না। আপনিও ফটাফট এই ভিডিওটি দেখে নিন আর কেমন লাগলো কমেন্ট করে জানান।