পার্টি শেষে বেসামাল অজয় কন্যা নাইসা! সামলালেন দেহরক্ষী, ‘নেশা দেবগন’ বলে কটাক্ষ নেটবাসীর

কাজল (Kajol) ও অজয় (Ajay Devgan) কন্যাকে নাইসা (Nysa Devgan) না ‛নেশা দেবগন’ বলে কটাক্ষ নেটিজেনদের। কিন্তু কেন? বিষয়টি খোলসা করে বলা যাক। রবিবারের সন্ধ্যেটা বলি তারকা সন্তানদের কাছে ছিল হৈ-হুল্লোড়ের দিন। রাতভর তারা পার্টিতে মেতে ছিলেন। সুহানা খান, আরিয়ান খান, নাইসা দেবগন, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, পলক তিওয়ারি সহ অনেকেই উপস্থিত ছিলেন এই পার্টিতে। একেবারে চেটেপুটে সকলে উপভোগ করেছেন এই পার্টি।
এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পার্টি শেষে বের হওয়ার সময় নাইসা দেবগনের দিকে চোখ গেল সবার। কেননা তাকে টলমল পায়ে পার্টি থেকে বেরোতে দেখা যাচ্ছে। একটু হলেই পড়ে যেতেন তিনি। কিন্তু দেহরক্ষীরা তাকে সামলে নেন। এদিন অফ শোল্ডার শর্ট ড্রেসে ধরা দিয়েছিলেন নাইসা। তাকে বেশ সুন্দরও দেখাচ্ছিল। পাপরাজ্জিদের সঙ্গে সৌজন্যমূলক বিনিময় করতে দেখা গিয়েছে তাকে।
View this post on Instagram
তবে, তারই মাঝে তাকে দেখে যে কেউই বুঝতে পারবেন যে তিনি বেসামাল অবস্থায় ছিলেন। আর সেই দেখেই নেটিজেনরা তাকে নাইসার বদলে ‛নেশা দেবগন’ বলে কটাক্ষ করেছেন। এদিনের পার্টিতে ওরহান আত্রামনিকেও দেখা গিয়েছিল। যার সঙ্গে কিনা নাইসার সম্পর্ক আছে বলে কানাঘুষো শোনা গিয়েছিল। কিছুদিন আগেও নাইসার লুক নিয়ে বেশ চর্চা চলতো নেটমাধ্যমে।
View this post on Instagram
কিন্তু তারপর হঠাৎ করেই তার এই রূপের বদল অনেকের কাছেই অবাক লেগেছে। আর তাইতো অনেকেই ভেবেছিলেন নিজেকে সুন্দরী করে তোলার জন্য কাজল কন্যা নিশ্চই সার্জারির সাহায্য নিয়েছেন। যদিও এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন নাইসা নিজের শরীর চর্চা নিয়ে খুবই মনোযোগী। সার্জারি নয় প্রাকৃতিক উপায়েই সে নিজেকে সুন্দরী করেছেন। এদিনের পার্টিতে শাহরুখ কন্যা সুহানাকে (Suhana Khan) দেখা গিয়েছিল সাদা রঙের কাঁধখোলা গাউনে। আর আরিয়ানের (Aryan Khan) পরণে ছিল লাল চেক শার্ট, জ্যাকেট ও কালো ডেনিম।