×
Entertainment

অভিষেকের দুষ্টুমিতে ফুলশয্যার রাতে খাট ভেঙে মাটিতে ঐশ্বর্য! বরের গালে কষিয়ে চড় মেরেছিলেন রাই সুন্দরী

Abhishek-Aishwarya অভিষেক বচ্চনকে ফুলশয্যার দিন চড় মেরেছিলেন ঐশ্বর্য! কিন্তু কেন জানেন কি? বরাবরই অভিষেক একটু দুষ্টু। বউয়ের সঙ্গে হামেশাই দুষ্টুমি করে থাকেন। তেমনই সাহস নিয়ে ফুলশয্যার রাতেই এক দুষ্টুমি করে বসেছিলেন অভিষেক। ২০১৭ সালের ২০ এপ্রিল বিশ্বসুন্দরী ঐশ্বর্যর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জুনিয়র বচ্চন। রাই ও বচ্চন দুই পরিবার এদিন বাঁধা পরেছিলেন এক সূত্রে।

অভিষেকের দুষ্টুমিতে ফুলশয্যার রাতে খাট ভেঙে মাটিতে ঐশ্বর্য! বরের গালে কষিয়ে চড় মেরেছিলেন রাই সুন্দরী -

কিন্তু হঠাৎ কি এমন করেছিলেন অভিষেক যার কারণে তাকে বউয়ের হাতে চড় খেতে হয়েছিল তাই ভাবছেন নিশ্চই? আসলে অভিষেক (Abhishek Bachchan) ফুলশয্যার খাটের কয়েকটি নাটবল্টু খুলে রেখেছিলেন। আর এই কাজটি খুব সুক্ষভাবে করেছিলেন তিনি। এরপর ঐশ্বর্য (Aishwarya Rai Bacchan) বিছানায় বসা মাত্রই খাটটি ভেঙে পড়ে। অভিষেকের এই কাণ্ড দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন রাই সুন্দরী। এমনকি হালকা করে অভিষেককে চড়ও মেরেছিলেন।

অভিষেকের দুষ্টুমিতে ফুলশয্যার রাতে খাট ভেঙে মাটিতে ঐশ্বর্য! বরের গালে কষিয়ে চড় মেরেছিলেন রাই সুন্দরী -

জানেন কি এই অভিষেকের গুন দেখেই তাকে পছন্দ করেছিলেন ঐশ্বর্য। অভিষেকের বুদ্ধিদীপ্ত স্বভাব তাকে আকর্ষণ করেছিল। ঐশ্বর্যর মতে, রূপ ক্ষনিকের। কিন্তু বুদ্ধি মানুষের আসল পরিচয়। অভিষেক খুবই বুদ্ধিসম্পন্ন মানুষ। ‛দ্য কপিল শর্মা’ শোতে এসে এমনটাই জানিয়েছিলেন রাই সুন্দরী।