×
Entertainment

এতবড় সেলিব্রেটি হয়েও নেই বিন্দুমাত্র অহংকার! নিজেদের চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছেন এই ৩ নায়িকা

জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। কথায় বলে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। আবার মানুষই যে মানুষের বড় বন্ধু সেকথাও অস্বীকার করা যায় না। অঙ্গদান একটি মহৎ একটি সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। আর এই কাজে পিছিয়ে নেই কেউই। সাধারণ মানুষ থেকে বহু সেলিব্রেটি সিদ্ধান্ত নিয়েছেন মৃত্যুর পর অঙ্গদানের। আর সেই তালিকায় রয়েছেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীরা।

১.কৃতী শ্যানন (Kriti Sanon):

 

View this post on Instagram

 

A post shared by Kriti (@kritisanon)

বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কৃতী শ্যানন। তার কথায়, ভগবনের কাছ থেকে পাওয়া উপহার হল চোখ। যা দিয়ে আমরা সারা বিশ্বকে দেখতে পাই। আর আমার এই চোখ দিয়েই যেন অন্য কেউ পৃথিবীর আলো দেখতে পায়। আর তাই তিনি নিজের চোখ দুটো দান করতে চান।

২.ঐশ্বর্য রায় বচ্চন (Aishwarya Rai Bachchan):

বিশ্ব সুন্দরীর রূপের ছটায় মুগ্ধ সকলেই। বিশেষ করে তার নীল চোখের জাদুতে কুপোকাত হন পুরুষ ভক্তরা। ‛কান’ র রেড কার্পেটে তার দূর্দান্ত পারফরম্যান্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন গোটা পৃথিবীর মানুষ। আর সেই বিশ্ব সুন্দরীই সিদ্ধান্ত নিয়েছেন তার নীল চোখ দুটিকে দান করার।

৩.রানী মুখার্জি (Rani Mukerji):

বলিউডের প্রথম সারির জনপ্রিয় একজন অভিনেত্রী রানী মুখার্জি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী চক্ষুদানের বিষয়ে জানিয়েছেন। এমনকি তার ফ্যানদেরকেও এই কাজে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। অভিনেত্রীর স্বামী আদিত্য চোপড়া বহু আগেই চক্ষু দানের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।