Entertainment

ক্যামেরার সামনে শ্বশুর অমিতাভকে চুম্বন ঐশ্বর্যর! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Advertisement
Advertisements

বলিউডের (Bollywood) বচ্চন পরিবারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই পরিবারের সদস্য থেকে তাদের ঐতিহ্য সবই বারংবার নজর কেড়েছে মানুষজনের। আর এই পরিবারের কর্তা হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। যিনি কিনা একজন কালজয়ী অভিনেতা। তার পত্নী জয়া বচ্চনও (Jaya Bachchan) একজন অভিনেত্রী তথা রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিত দর্শক মহলে।

ক্যামেরার সামনে শ্বশুর অমিতাভকে চুম্বন ঐশ্বর্যর! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

তা বাদেও অভিনেতার রয়েছে দুই সন্তান। ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও মেয়ে শ্বেতা বচ্চন (Sweta Bachchan)। তাদের নিয়ে চর্চার শেষ নেই মানুষজনের। আর এই পরিবারেরই বৌ হয়ে ২০০৭ সালে আসেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। অভিষেক ও ঐশ্বর্যর একটি মেয়েও রয়েছে। যার নাম আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। আর ওদিকে শ্বেতার মেয়ের নাম নভ্যা নাভেলি নন্দা (Navya Naveli Nanda)।

বর্তমানে দুই নাতনি নিয়ে ভরা সংসার অমিতাভের(Amitabh Bacchan)। তবে, তারপরেও আড়ালে-আবডালে তাদের নিয়ে চলে জোর গুঞ্জন। তবে, আজকের এই প্রতিবেদনে বচ্চন পরিবারেরই এমন একটি ঘটনার কথা বলবো যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল হইচই হয়েছিল। বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য একদিকে যেমন একজন সফল অভিনেত্রী তেমনই আবার পারফেক্ট ঘরণীও বটে। আর সেই ঐশ্বর্যর সঙ্গে শ্বশুর অমিতাভের একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে।

আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, খোলা মঞ্চেই শশুর অমিতাভের (Amitabh Bacchan) গালে চুমু খাচ্ছেন ঐশ্বর্য। আসলে একটি অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন বিগ বি। আর তাই তাকে অভিবাদন জানাতেই তার গালে চুমু দিয়েছিলেন অভিনেত্রী। যদিও এই ভিডিওটি ২০১৫ সালের। কিন্তু তারপরেও আবারও নতুন করে ভিডিওটি ভাইরাল হয়েছে। এই বিষয়টি অনেকে খারাপ চোখে দেখলেও এক সাক্ষাৎকারে জয়া বলেছিলেন যে, অমিতাভ ও ঐশ্বর্যর (Amitabh-Aishwarya) মধ্যে শশুর-বৌমার সম্পর্কের চেয়ে বাবা-মেয়ের সম্পর্কই বেশি।

ক্যামেরার সামনে শ্বশুর অমিতাভকে চুম্বন ঐশ্বর্যর! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

আর তাইতো নিজের মেয়ের মতোনই ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) স্নেহ করেন বিগ বি। তেমন ঐশ্বর্যও শশুর-শাশুড়ির চেয়ে অমিতাভ ও জয়াকে বাবা-মায়ের চোখেই দেখেন। এমনকি তাদের যত্ন করেন বলেও জানায় জয়া।