Aishwarya: বিয়েতে কত টাকার শাড়ি পরেছিলেন ঐশ্বর্য? দাম শুনলে ভিরমি খাবেন

২০০৭ সালের ২০ এপ্রিল অভিনেত্রী ঐশ্বর্য রাই (Aishwarya Rai) ও অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) গাঁটছড়া বাঁধেন। জানা যায় অনেক বছর ধরেই দুজনে সম্পর্কে ছিলেন। তাদের গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সব অনুষ্ঠানই জাঁকজমকপূর্ণ ছিল।
বিয়েতে শাড়ি ও রিসেপশনে লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বর্য। জানেন কি ঐশ্বর্য বিয়ের সময়ে যে শাড়িটি পড়েছিলেন তার দাম কত? কোন ডিজাইনার সেই শাড়িটি বানিয়েছিলেন? এই সব অজানা উত্তর আজ আপনাদের দেবো এই প্রতিবেদনের মাধ্যমে।
মিস ওয়ার্ল্ডের বিয়ের ড্রেস দেখার জন্য অনুরাগীরা খুবই আগ্রহী ছিলেন। জানা যায় বিয়ের দিন তিনি ডিজাইনার নীতা লুল্লা (Neeta Lulla)-এর তৈরি kanjeevaram শাড়ি পড়েছিলেন। আর এই শাড়িটির মূল্য ৭৫ লক্ষ টাকা। কী শুনে চমকে গেলেন?
ফিল্মিফেয়ার (Filmfare) সূত্রে জানা তথ্য অনুযায়ী, শাড়িটি তৈরি হয়েছিল swarovski crystals ও সম্পূর্ণ সোনালি সুতোর সাহায্যে। শাড়িটির পার সোনালি রঙের ও তার সাথেই খুব দামি পাথর দিয়ে কাজ করা হয়েছিল। সেলেবদের বিয়ের মধ্যে অভিনেত্রী ঐশ্বর্য-এর শাড়িটির দাম এখনও অব্দি সব থেকে বেশি।
বিয়ের গয়না :
বিয়ের দিন ঐশ্বর্য সাউথ-ইন্ডিয়ান ব্রাইড লুকে সেজেছিলেন। বিয়ের সাজের সাথে মিলিয়ে তাকে South Indian স্টাইলে তার লম্বা চুলের বিনুনির উপর Gold Disc পড়তে দেখা গিয়েছিলো। তার সাথেই গলায় ভারী হার, মাথায় টিকলি ও হাত ভর্তি চুড়ি পড়েছিলেন রাই সুন্দরী। এক কথায় বিয়ের দিন এশ্বর্যর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না।
বিয়ের আগে প্রি-ওয়েডিং (Pre-Wedding) শুটে অভিষেক-এশ্বর্য বিখ্যাত দুই ডিজাইনার Abu Jani ও Sandip khosla-এর তৈরি দারুন দুটি ড্রেস পড়েছিলেন। সেসব ফটোই তারা নিজেদের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ারও করেছেন বিভিন্ন সময়ে। বিয়ের এত বছর কেটে গেলেও জানা যায় তাদের দাম্পত্য জীবন কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ আছে। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। যার নাম আরাধ্যা। ইতিমধ্যেই সেও ভক্তদের কাছে ভীষন প্রিয়।