×
EntertainmentVideoViral Video

এতবড় সেলিব্রেটি হয়েও ভুলেননি ভারতীয় সংস্কৃতি! রজনীকান্তকে দেখেই পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বর্য, ভাইরাল ভিডিও

২০১৮ সালে ‘ফ্যানে খান’ (Fanney Khan) সিনেমায় শেষবারের জন্য অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। পুরো চার বছরের অপেক্ষার অবসান হচ্ছে। তামিল সিনেমা ‘Ponniyin Selvan: I’-এ নন্দিনীর চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য। ৩০সে সেপ্টেম্বর সিনেমাটি বড়ো পর্দায় রিলিজ করার কথা। তার আগেই ৬ই সেপ্টেম্বর হয়ে গেল সিনেমার ট্রেলার ও গান লঞ্চের অনুষ্ঠান। হায়দ্রাবাদের একটি অডিটোরিয়ামে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই দেখা গেল এক অবিশ্বাস্য ঘটনা।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত (Rajnikanth)। আর সেখানেই মুখোমুখি দেখা হয় তার ‘রোবট’ ছবির নায়িকা ঐশ্বর্যর সাথে। দেখা হওয়া মাত্র হাঁটু গেড়ে মাটিতে বসে রাজনীকান্তের পা ছুঁয়ে প্রণাম করেন ঐশ্বর্য। সাথেই সাথেই রজনীকান্ত তাকে ধরে দাড় করিয়ে গলায় জড়িয়ে নেন। সামান্য কিছু সৌজন্য বিনিময় করেন দুজনে।

এতবড় সেলিব্রেটি হয়েও ভুলেননি ভারতীয় সংস্কৃতি! রজনীকান্তকে দেখেই পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বর্য, ভাইরাল ভিডিও -

তবে ঐশ্বর্য তার বয়সের থেকে বড় একজন সুপারস্টারকে দেখে যে এইভাবে মাথা নত করে প্রণাম করবে তা সবার কাছেই খুব অবাক করা ঘটনা। এদিন ঐশ্বর্য পরেছিলেন কালো সালোয়ার কামিজ। যা দুর্দান্ত লাগছিলো তাকে। পরিচালক মনি রত্নম এই সিনেমায় ঐশ্বর্যর ফার্স্ট লুক সেদিন সবার সামনে নিয়ে এসেছে। আর প্রাক্তন মিস ওয়ার্ল্ডের এই লুক যেন অজান্তেই কেড়ে নিয়েছে দর্শক মন।

ঐশ্বর্য ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন Vikram, Jayam Ravi, Karthi, Trisha Krishnan, Aishwarya Lekshmi, Prakash Raj -র মতো প্রমুখ কলাকুশলীরা। ৫০০ কোটি টাকা খরচ করে তৈরী করা হয়েছে ‘Ponniyin Selvan: I’ সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, ইংলিশ ভাষায় রিলিজ করবে এই সিনেমা। তবে মনে রাখবেন ৩০ সে সেপ্টেম্বর হৃতিক রোশান (Hrithik Roshan) ও সইফ আলি খানের (Saif Ali Khan) ‘বিক্রম বেদা’ (Vikram Veda) সিনেমাটিও রিলিজ করছে। ৪ বছর পরে পর্দায় ঐশ্বর্য রাই বচ্চন ফিরছেন তার ফলাফল কেমন হবে তা জানতে উৎসুক দর্শকরা।