দাদুর আদর্শে অনুপ্রাণিত! ইংরেজি নয়, শুদ্ধ হিন্দিতে বক্তৃতা আরাধ্যার, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

বচ্চন পরিবারের আগামী দিনের উত্তরাধিকারী আরাধ্যা রাই বচ্চন (Aaradhya Rai Bachchan)। ছোট থেকেই তিনি বচ্চন পরিবারের ছত্রছায়ায় ধীরে ধীরে বেড়ে উঠেছেন। সেলিব্রেটির সন্তান হয়ে নয় বরং নিজের মিষ্টতা দিয়েই মনজয় করে নিয়েছেন অগণিত মানুষের। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয় তাঁর কিছু ভিডিও (Video)। যেখানে কখনও আরাধ্যাকে নাচ করতে দেখা যায়। কখনও ভজন গাইতে আবার কখনও ক্যাট ওয়াক করতেও দেখা যায়।
১০ বছর বয়সী আরাধ্যা খুব ছোট বয়স থেকেই সব রকমের আদপ-কায়দা রপ্ত করে নিয়েছে। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল (Viral) হয়েছে আরাধ্যার একটি ভিডিও (Video)। যেখানে তাঁকে হিন্দি ভাষায় আবৃত্তি করতে দেখা যাচ্ছে। স্কুলের অনলাইন হিন্দির প্রতিযোগিতায় হিন্দি ভাষার মাহাত্ম নিয়ে তাঁকে বলতে শোনা যাচ্ছে। ছোট্ট আরাধ্যার পরনে রয়েছে স্কুলের পোশাক ও দুপাশে বাঁধা চুল। স্পষ্ট ও আত্মবিশ্বাসী কণ্ঠে তাঁকে আবৃত্তি করতে শোনা গেল।
বরাবরই অভিষেক আরাধ্যার বড় হয়ে ওঠা থেকে শিক্ষার এই কৃতিত্ব ঐশ্বর্য্যকে দিয়ে থাকেন। তাঁদের পরিবার কি, কিভাবে তাঁরা অগণিত মানুষের ভালোবাসা পেয়ে এসেছেন তাও আজ স্পষ্ট বছর দশেকের আরাধ্যার কাছে। সম্প্রতি আরাধ্যার (Aaradhya Rai Bachchan) এই আবৃত্তি পাঠের ভিডিও (Video) তাঁরই একটি টুইটার ফ্যানপেজ থেকে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। স্বভাবতই এই ভিডিও দেখে আরও একবার মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এমনকি করেছেন মন্তব্যও।
After such a longggg time😭 Seeing this Princess 🥺 Can’t tell how beautiful she is lookin’ in this beautiful two cute ponytails 😍 Aaradhya Bachchan at her school’s Hindi Elocution Competition 2021-22 ❤️
VC: @DaisMumbai Thank you very muchhh for sharing 🙏🏻 #AaradhyaBachchan pic.twitter.com/izfvCLxlxD— Aaradhya Rai Bachchan Official ARB (@WeLoveAaradhyaB) March 13, 2022
কেউ লিখেছেন যে-‘আরাধ্যাই পারবে এই পরিবারের আভিজাত্য ও পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে। আবার কেউ লিখেছেন যে-‘বচ্চন ও রাই পরিবারের সঠিক মিশ্রন আরাধ্যা’। তবে, এখানেই শেষ নয় আরাধ্যার এই ভিডিওটি রিটুইট করে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে ট্যাগ করেন এক নেটিজেন। আর ক্যাপশনে লিখে দেন যে-‘The Legacy Continues..’। এর উত্তরে অভিষেক (Abhishek Bachchan) একটি হাতজোড় করার ইমোজিও দেন।