Entertainment

ট্রান্সপারেন্ট পোশাকে সাহসিকতার সমস্ত সীমা পার করেছেন ঐশ্বর্য, ভাইরাল ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া

বর্তমানে ৪৮ বছর বয়স প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। তবে তার সৌন্দর্যে কোনোভাবেই বয়সের ছাপ আসেনি অনায়েসেই বলা যায়। বরং বয়স বাড়ার সাথে সাথেই তিনি যেন আরো সুন্দর হয়ে যাচ্ছেন। সম্প্রতি বহু বছর আগের তার একটি বোল্ড অবতার সামনে এসেছে। যা দেখা মাত্রই সম্পূর্ণ নেটিজেনরা হতবাক ও কার্যত ঘুম উড়ে গেছে সবার।

২০০৫ সালে ‘Canne Film Festival’ রেড কার্পেটে উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য। সেখানেই তাকে এক অন্য লুকে দেখা গিয়ে ছিলো। কালো রঙের লং নেটের একটি ড্রেসে ধরা দিয়েছিলেন তিনি। তার সাথেই সম্পূর্ণ পীঠ উন্মুক্ত নায়িকার। খোলা চুল ও মেকআপে রেড কার্পেটে যে ক্যামেরার ফ্ল্যাশে ঐশ্বর্যই ছিলেন তা আর আলাদা করে বলে দিতে হবে না। গত ১৮ বছর ধরে তাকে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যায় নায়িকাকে।

১৯৯৭ সালে তামিল সিনেমা ‘Iruvar’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন ঐশ্বর্য। তারপরে প্রায় ৫০ টির কাছাকাছি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ২০১৮ সালে তাকে শেষবার বড়ো পর্দায় দেখা গিয়েছিলো ‘Fanney Khan’ সিনেমার মধ্যে দিয়ে। চলতি বছরেই আবার তামিল সিনেমা ‘Ponniyin Selvan: I’ অভিনয় করবেন ঐশ্বর্য।

পরিচালক অনুরাগ কাশ্যপের ‘Gulab Jamun’ সিনেমাতেও দেখা যাবে নায়িকাকে। এই বছরের একদম শেষে ‘Jasmine Story Of A Leased Womb’ নামের একটি অন্যরকম চরিত্রে অভিনয় করবেন ঐশ্বর্য। বর্তমানে নায়িকা খুবই ব্যস্ত তার পরিবার ও ছবির শুটিং নিয়ে। এখন দেখার অভিনয়ের দ্বিতীয় ইনিংসে দর্শকদের মন কেমন জয় করতে পারে এই বলি ডিভা।