
সময়টা নব্বইয়ের দশক। বড়পর্দায় জুটি বেধেছিলেন সালমান-ঐশ্বর্য (Salman-Aishwarya)। আর তারপরই মুক্তি পায় ‛হাম দিল দে চুকে সনম‘। সঞ্জয় লীলা বনশালী অভিনীত এই সিনেমা আজও সুপার ডুপার হিট। আর এই সিনেমার সেট থেকে সালমান-ঐশ্বর্যর মধ্যে গড়ে উঠেছিল সম্পর্ক। কিন্তু যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। তাদের এই প্রেম নিয়ে কম চর্চা হয়নি। বলা চলে প্রেম, বিচ্ছেদ, একে অপরের মুখ না দেখা এই সব নিয়ে তারা প্রায়সময়ই থাকতেন সংবাদের শিরোনামে।
শুধু কি তাই? ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) এমনও দাবি করেছিলেন যে, সালমানের নির্যাতনের শিকার নাকি তাকে হতে হয়েছে। একটা সময় সালমান ঐশ্বর্যর (Salman-Aishwarya) প্রতি এতটাই পজেসিভ হয়ে পড়েছিলেন যে তিনি নিজেই বুঝতেন না তিনি কি করতেন। আর তাইতো এক পার্টিতে এক পরিচালক ঐশ্বর্যকে নিয়ে খারাপ কথা বলায় সালমান সোজা তার গালে চড় কষিয়ে দেয়। বিষয়টি এখানেই শেষ নয়। ধীরে ধীরে ঐশ্বর্যর প্রতি অধিকারবোধ বাড়তে থাকে।
এমনকি একটা সময় মদের প্রতিও আসক্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) বাড়ির সামনে দাঁড়িয়ে দরজা খোলার জন্য চিৎকারও করেন। বিশ্বসুন্দরীর প্রেমে পাগল হয়ে এমনই সব কান্ড ঘটিয়েছিলেন অভিনেতা। তবে, তার পাশাপাশি সালমান নাকি ঐশ্বর্যর গায়ে হাতও তুলেছিলেন। যদিও প্রথমে বিষয়টি স্বীকার করতে না চাইলেও পরে তা মেনে নিয়েছিলেন ঐশ্বর্য। তবে, এই বিষয়ে কিন্তু একেবারেই চুপ থাকেননি সালমান (Salman Khan)।
তিনিও এক সাক্ষাৎকারে ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) গায়ে হাত তোলার বিষয়ে পাল্টা উত্তর দেন। বলেন যে, একজন মহিলা যখন বলছে আমি এমন কাজ করেছি তাহলে আমার কিছু বলার নেই। আমার মনে হয়না আমি প্রচন্ড রেগে কাউকে আঘাত করেছি। আর সেটা কোনো মহিলা মেনে নিয়েছে। আমি যদি সত্যিই কাউকে রেগে আঘাত করি তাহলে আর তার রক্ষে নেই। যদিও এসব এখন অতীত। সময়ের সঙ্গে সঙ্গে সবই আজ ধামাচাপা পরে গিয়েছে।
বর্তমানে ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) অভিষেককে বিয়ে করে সুখে সংসার করছেন। এমনকি তাদের একটি কন্যা সন্তানও আছে। তবে, সালমানের আর বিয়ে করা হয়নি। বহু সুন্দরীর সঙ্গে তার নাম জড়ালেও অবশেষে সালমানের (Salman Khan) ঘরণী হয়ে উঠতে পারেনি কেউই।